উপহার হিসেবে ক্রমশ জনপ্রিয় হচ্ছে ‘ডিজিটাল গোল্ড’

ডিজিটাল গোল্ড মূলত বিনিয়োগের মাধ্যম হিসেবে ব্যবহৃত হলেও বর্তমানে উপহার হিসেবে দেশজুড়ে এই সোনা দেওয়ার চাহিদা অনেকটাই বেড়েছে।

December 2, 2024 | < 1 min read

Authored By:

Drishti Bhongi Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: একসময় আত্মীয়স্বজন বা বন্ধুবান্ধবের বিয়ে বা অন্যকোনও শুভ অনুষ্ঠানে সোনার গয়না উপহার দেওয়ার সংস্কৃতি ছিল। সোনার দাম বেড়ে যাওয়ায় অনেকেই সেই ইচ্ছা দমন করতে বাধ্য হচ্ছেন। উপহার হিসেবে সোনা দেওয়ার সেই ইচ্ছাপূরণে এখন এগিয়ে এসেছে ডিজিটাল গোল্ড।

ডিজিটাল গোল্ড মূলত বিনিয়োগের মাধ্যম হিসেবে ব্যবহৃত হলেও বর্তমানে উপহার হিসেবে দেশজুড়ে এই সোনা দেওয়ার চাহিদা অনেকটাই বেড়েছে। তাতে পিছিয়ে নেই কলকাতা তথা বাংলাও। এখানকার স্বর্ণ বিপণিগুলিতে আগের থেকে অনেক বেশি জনপ্রিয় হয়েছে ডিজিটাল গোল্ড, বলছেন স্বর্ণ ব্যবসায়ীরা।

সেনকো গোল্ড লিমিটেডের এমডি ও সিইও শুভঙ্কর সেন বলেন, এখন কেউ চাইলে ৫০০ টাকা বা এক হাজার টাকারও ডিজিটাল গোল্ড কিনতে পারেন। আমাদের থেকে বহু ক্রেতা এই স্বল্প মূল্যের ডিজিটাল গোল্ড কেনেন, যা তাঁরা উপহার হিসেবে দেন। এক্ষেত্রে যেহেতু তাঁরা হাতে কোনও সোনা পান না, তাই ডিজিটাল গোল্ডের সমান অঙ্কের সোনা আমরা ভল্টে সুরক্ষিত রাখি। কারণ, কেউ যেমন ডিজিটাল গোল্ড যখন খুশি বেচে দিতে পারেন, তেমনই তা ভাঙিয়ে গয়নাও কেনা যায়। সেক্ষেত্রে সংরক্ষিত সোনা ব্যবহার করা হয়। শুভঙ্করবাবুর কথায়, গতবছরের তুলনায় এবছর ডিজিটাল গোল্ডের বিক্রি প্রায় ৪০ শতাংশ বেড়েছে।

ডিজিটাল গোল্ডের ক্ষেত্রে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান বা এসআইপির জনপ্রিয়তাও বাড়ছে, দাবি করেছেন স্বর্ণ ব্যবসায়ীরা। তাঁদের কথায়, অতি অল্প মূল্যে মাসে মাসে ডিজিটাল গোল্ডে টাকা জমিয়ে অনেকেই এক লপ্তে সোনা কেনার সুযোগ পাচ্ছেন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen