পরিযায়ী শ্রমিকের সংখ্যার নিরিখে শীর্ষে ডবল ইঞ্জিন উত্তরপ্রদেশ, দ্বিতীয় বিহার, বলছে খোদ কেন্দ্র
নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: দেশের মধ্যে সবচেয়ে বেশি পরিযায়ী শ্রমিক রয়েছে বিজেপি শাসিত উত্তরপ্রদেশে। সংসদে এমনই জানিয়েছে কেন্দ্র। ভিন রাজ্যে কাজ করতে যাওয়া শ্রমিকের নিরিখে গোটা দেশে শীর্ষে বিজেপিশাসিত রাজ্য উত্তরপ্রদেশে। দ্বিতীয়স্থানে বিজেপিশাসিত রাজ্য বিহার। অনেকটাই পিছিয়ে বাংলা। কেন্দ্র সরকারের পরিসংখ্যানেই এ তথ্য উঠে এসেছে।
দেশের রাজ্যওয়ারি পরিয়ায়ী শ্রমিকের সংখ্যা সংক্রান্ত প্রশ্নের উত্তরে কেন্দ্রের শ্রমদপ্তরের রাষ্ট্রমন্ত্রী শোভা করান্ডলাজে লিখিতভাবে জানিয়েছেন, উত্তরপ্রদেশের পরিয়ায়ী শ্রমিকের সংখ্যা ৮ কোটি ৩৭ লক্ষ ২৯ হাজার ২৪১ জন, যা দেশের মধ্যে সর্বোচ্চ। দ্বিতীয় স্থানে বিহার, সেখানে পরিযায়ী শ্রমিক রয়েছে ২ কোটি ৯৫ লক্ষ ৫২ হাজার ১২ জন।
বিজেপিশাসিত রাজ্যদের চেয়ে বাংলার স্থান অনেকটা নিচে। বাংলা থেকে ভিনরাজ্যে কাজ করতে যাওয়া শ্রমিকের সংখ্যা ২ কোটির কিছু বেশি। পরিযায়ী শ্রমিকদের কথা তুলে ধরে বারবার তৃণমূলকে কাঠগড়ায় তুলে আসছে বঙ্গ বিজেপি। কিন্তু আদপে ছবিটা ঠিক উল্টো। বিজেপি শাসিত রাজ্যেই পরিযায়ী শ্রমিকের সংখ্যা বেশি। গোটা দেশে ৩০ কোটিরও বেশি পরিয়ায়ী শ্রমিক রয়েছে তার সিংহভাগই বিজেপিশাসিত রাজ্যগুলির। কেন্দ্র সরকারের দেওয়া এই পরিসংখ্যানে আদপে মুখ পুড়ল বিজেপিরই!