রাজ্য বিভাগে ফিরে যান

সাইবার প্রতারণা রুখতে সচেতনতামূলক বই প্রকাশ রাজ্যের

December 4, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: সাইবার প্রতারণা রুখতে নয়া উদ্যোগ নিল রাজ‌্য। আম জনতার মধ্যে সাইবার প্রতারণা নিয়ে সচেতনতা গড়ে ‌তুলতে কার্টুন ও গল্পের মিশেলে বই প্রকাশ করলেন তথ‌্য প্রযুক্তিমন্ত্রী বাবুল সুপ্রিয়। মঙ্গলবার বিধানসভার অধিবেশনে বিধায়কদের হাতে সেই বই তুলে দেওয়া হয়েছে।

বইয়ের নাম দেওয়া হয়েছে সাইবারের সম্মোহন। মানুষ কীভাবে সচেতন হবেন, সাইবার প্রতারণার হাত থেকে রক্ষা পাবেন, তা বইয়ের মাধ্যমে তুলে ধরা হয়েছে। প্রত্যেক বিধায়ককে চিঠিও দিয়েছেন তথ‌্য প্রযুক্তিমন্ত্রী। কী কারণে এই বই তাঁদের দেওয়া হচ্ছে, কী উদ্দেশ্যে, দপ্তর সাইবার ক্রাইম নিয়ে কীভাবে কাজ করছে তাও উল্লেখ করা হয়েছে।

ভুয়ো মেসেজের মাধ্যমে লিঙ্ক পাঠিয়ে প্রতারণা, আয়ের লোভ দেখিয়ে মানুষকে ঠকানো, পাশাপাশি ভিডিও বা অডিও কলের মাধ‌্যমে ফাঁদে ফেলা, মোবাইলে ভুল তথ‌্য দিয়ে লিঙ্ক পাঠিয়ে তার মাধ‌্যমে ব‌্যাঙ্কের অ‌্যাকাউন্ট হ‌্যাক করে নেওয়া, ইত্যাদি নানানভাবে জাঁকিয়ে বসেছে প্রতারণার চক্র, এসব নিয়েই কার্টুনের মাধ্যমে কথপোকথনের আকারে বই প্রকাশ করা হয়েছে।

মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে বলা হয়েছে বিধায়কদের। কলকাতা এবং রাজ্য পুলিশের সাইবার সেলকে আরও উন্নত মানের পরিষেবা দেওয়ার জন্য সাইবার বিশেষজ্ঞদের মাধ্যমে প্রায় তিন হাজার পুলিশ কর্মীকে উন্নত মানের প্রশিক্ষণ দেওয়া হয়েছে বলেও বিধানসভার অধিবেশনে জানিয়েছেন মন্ত্রী বাবুল সুপ্রিয়।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #Cyber Fraud, #CYBER CRIME, #Babul Supriyo

আরো দেখুন