রাজ্য বিভাগে ফিরে যান

শহরের হোর্ডিং, সাইন বোর্ডে বাংলা বাধ্যতামূলক, বিজ্ঞপ্তি জারি পুরসভার

December 4, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: সম্প্রতি ধ্রুপদী ভাষার তকমা পেয়েছে বাংলা। তারপর থেকেই বাংলার ব্যবহার বাড়ানোর জন্য নানান উদ্যোগ আরম্ভ হয়েছে। কলকাতা শহরের সমস্ত বিজ্ঞাপনী হোর্ডিং, দোকানের সাইন বোর্ড, সরকারি দপ্তরের নামের বোর্ড, রাস্তার নামফলক ইত্যাদি লেখায় বাধ্যতামূলকভাবে বাংলা ভাষা ব্যবহারের উপরে জোর দিচ্ছে পুর-প্রশসন।

সম্প্রতি কলকাতা পুরসভা তরফে এই মর্মে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এই সিদ্ধান্ত যাতে দ্রুত বায়স্তবায়িত করা হয়, তা নিশ্চিত করতে কলকাতা পুরনিগমের তরফে কলকাতা লালবাজার কর্তৃপক্ষকেও চিঠি দেওয়া হয়েছে। চিঠি পাঠানো হয়েছে গত ২৬ নভেম্বর। লালবাজারের পক্ষ থেকে শহরের প্রত্যেকটি থানায় সেই বিজ্ঞপ্তি পাঠিয়ে দেওয়া হয়েছে। স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, থানাগুলিকে দেখতে হবে, যাতে সেই সংশ্লিষ্ট এলাকার সমস্ত ব্যবসায়ী নিজ নিজ প্রতিষ্ঠানের নাম অন্যান্য ভাষার পাশাপাশি বাংলাতেও লেখেন। ব্যবসায়ীরা নির্দেশ পালন করছেন কিনা, সেই বিষয়ে স্থানীয় থানার ওসিকে নজর রাখতে বলা হয়েছে।

এখনও কলকাতার বহু দোকান, রেস্তরাঁর নামের সাইন বোর্ড বাংলায় লেখা হয় না! কিন্তু, এবার থেকে অন্যান্য ভাষা থাকলেও বাংলা অবশ্যই রাখতে হবে সাইন বোর্ডে। এই নির্দেশের বাস্তবায়ন ঠিক মতো হচ্ছে কি-না, সেদিকে কলকাতা পুরনিগমের পাশাপাশি কলকাতা পুলিশও নজর রাখবে।

উল্লেখ্য, গত ২৬ অক্টোবর পুর অধিবেশনে এ বিষয়ে প্রস্তাব করা হয়। পাশাপাশি, পুরসভার নথি-সহ সব রকম চিঠিপত্র ও বিজ্ঞপ্তিও বাংলাতেই লেখা উচিত বলেও প্রস্তাবে ওঠে। তাতে মেয়র সম্মতি দেন। এরপরই প্রস্তাব কার্যকর করতে তৎপর পুরসভা।

TwitterFacebookWhatsAppEmailShare

#Bengali, #KMC, #Hoardings, #CITY hoardings, #Kolkata

আরো দেখুন