কেন ইমনের ‘ইতি মা’ গান অস্কারে নমিনেশন পেল?

তালিকা অনুযায়ী গত বছরের চেয়ে মোট পাঁচটি কম গান ঠাঁই পেল অস্কার তালিকায়। তার মধ্যেই জ্বলজ্বল করছে বাঙালি গায়িকা ইমন চক্রবর্তীর গান।

December 4, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi
ইমন চক্রবর্তী, ছবি: ফেসবুক

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: এই প্রথম অস্কার মঞ্চের নমিমেশনে স্থান পেল বাংলা গান। গানের নাম ইতি মা। পথশিশুদের নিয়ে গাওয়া এই গানে বিশ্বমানের স্বীকৃতি পেল ইমন! এবারের অস্কার মঞ্চে সেরা মৌলিক গানের তালিকায় ৭৯টি গান এবং সেরা মৌলিক ব্যাকগ্রাউন্ড স্কোরের জন্য মোট ১৪৬টি গান ব্যালটে রয়েছে। গত বছরের মোট ১৪৮টি স্কোর নমিনেশন পায়। তালিকা অনুযায়ী গত বছরের চেয়ে মোট পাঁচটি কম গান ঠাঁই পেল অস্কার তালিকায়। তার মধ্যেই জ্বলজ্বল করছে বাঙালি গায়িকা ইমন চক্রবর্তীর গান।

জানা গিয়েছে, বিচারক দলের সদস্যেরা ১৫টি গান ও ২০টি আবহের জন্য ভোট দিতে পারেন। প্রাথমিক পর্বের ঝাড়াই-বাছাই শুরু হবে আগামী সপ্তাহে। ৯ ডিসেম্বর থেকে শুরু হবে প্রাথমিক ভোট পর্ব। সেখানে সফল হতে পারলে প্রাথমিক তালিকা প্রকাশিত হবে। সেই তালিকা প্রকাশ পাবে আগামী ১৭ ডিসেম্বর। তার পর মূল পর্বের নির্বাচন।

তবে শুধু ইমনের গাওয়া গানটিই নয়, আলাদা করে কোনও গান অস্কারে প্রবেশ করতে পারে না। বরং ‘পুতুল’ ছবিটিই রয়েছে অস্কারের দৌড়ে। পরিচালকের দাবি, অ্যাকাডেমি এই ছবিটি নির্বাচন করেছে। কী ভাবে? ইন্দিরা জানাচ্ছেন, ছবিটি অস্কারের সদস্যদের চোখে ঠিক কী ভাবে পড়ল সে সম্বন্ধে তাঁরও স্বচ্ছ ধারণা নেই এখনও। “আমার মনে হয় অস্কার কমিটির কাছে বিশ্বে কোথায় কোথায় ভাল কাজ হচ্ছে তার একটি তালিকা হয়তো থাকে। সেখান থেকেই ঝাড়াই-বাছাইয়ের মাধ্যমে ওরা কিছু ছবিকে মনোনয়ন দেয়,” জানাচ্ছেন ইন্দিরা।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen