বাংলাদেশের শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার অনুষ্ঠান বয়কটের ডাক নাগরিক সমাজের একাংশের
নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: উত্তাল বাংলাদেশ, কট্টরপন্থীদের হাতে সংখ্যালঘু হিন্দুদের নির্যাতনের অভিযোগ আসছে। দু’দেশের সম্পর্কেও তার আঁচ পড়েছে। ভারতের জাতীয় পতাকা অবমাননার অভিযোগ উঠেছে। এবার সঙ্গীত জগতেও তার প্রভাব পড়েছে। বাংলাদেশের শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যাকে অনুষ্ঠান করতে দিতে নারাজ মধ্যমগ্রামের নাগরিক সমাজের একাংশ। তারা সমাজ মাধ্যমে পোস্ট করে পৌরসভার কাছে আবেদন করেছেন যাতে বন্যাকে অনুষ্ঠান করতে না দেওয়া হয়।
১৯ তম পরিবেশ সচেতনতা মেলা মধ্যমগ্রামের সুভাষ ময়দানে শুরু হবে আগামী ২৮ ডিসেম্বর। অনুষ্ঠানের উদ্বোধনের দিন রেজওয়ানা চৌধুরী বন্যার আসার কথা।মধ্যমগ্রাম পৌরসভার পৌরপ্রধান নিমাই ঘোষ জানিয়েছেন, শিল্পীর সঙ্গে এখনও সম্পূর্ণ কথা হয়নি। পৌরসভার আশা, শিল্পীর গান শুনতে যাঁরা ভালবাসেন তারা নিশ্চিত আসবেন।
মধ্যমগ্রাম নাগরিক সমাজ বলছে, শিল্পী যদি অনুষ্ঠান করেন তাহলে এবারের পরিবেশ মেলা তারা বয়কট করবেন। বাংলাদেশে ভারতীয় পতাকা অবমাননা করা হয়েছে সেই কারণে মধ্যমগ্রামের নাগরিক সমাজ প্রতিবাদ জানাচ্ছে। নাগরিক সমাজের দাবি, বাংলাদেশের মানুষ ভারতীয় পতাকার অবমাননা করেছেন। তাঁদের বিরুদ্ধে ওখানকার শিল্পীরা কোনও প্রতিবাদ করেননি। তাই সে’দেশের শিল্পীদেরও বয়কট করা প্রয়োজন।