অ্যাপ নির্ভর সাইকেল পরিষেবায় জোর নিউটাউনে

এনকেডিএ’র চেয়ারম্যান দেবাশিষ সেন জানিয়েছেন, চলতি সেপ্টেম্বর মাস থেকে এই অ্যাপ নির্ভর সাইকেলগুলি রাস্তায় নামানোর পরিকল্পনা রয়েছে।

September 9, 2020 | 2 min read
Published by: Drishti Bhongi

‘স্মার্ট সিটি’, নিউটাউনকে আর‌ও বেশি পরিবেশবান্ধব করে তোলার জন্য সাইকেল চালানোর উদ্যোগ নেওয়া হয়েছিল আগেই। সেই উদ্যোগে অত্যাধুনিকতার ছোঁয়া দিতে বিশেষ পদক্ষেপ নিতে চলেছে নিউটাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটি (এনকেডিএ)। ইদানিং শহরের অন্যতম পরিবহণ ব্যবস্থার রূপ নিয়েছে অ্যাপ ক্যাব। সেই আদলেই অ্যাপ নির্ভর সাইকেল চলবে নিউটাউনের রাস্তায়। এই মর্মে রাজ্য সরকারের তৎপরতায় গত রবিবার এনকেডিএ-র দপ্তরে ১০০ টি অ্যাপ নির্ভর সাইকেল ইতিমধ্যেই চলে এসেছে। একইসঙ্গে তৈরি হচ্ছে পার্ক করার জন্য ২০ টি পৃথক সাইকেল ‘ডকিং স্টেশন’। নির্দিষ্ট ডকিং স্টেশনগুলিতেই সাইকেল রাখতে হবে যাত্রীদের। প্রথম পর্যায়ে ডকিং স্টেশন না থাকার জন্য, নিউটাউনে সফলভাবে সাইকেল চালানো শুরু করা সম্ভব হয়নি। বহুক্ষেত্রে দেখা গিয়েছে, সাইকেল পার্কিংয়ে না রেখে রাস্তার ধারে ফেলে চলে যাচ্ছেন আরোহীরা। সেই কারণে নিউটাউনের গুরুত্বপূর্ণ এলাকাগুলিতে অতিরিক্ত বেশকিছু ডকিং স্টেশন তৈরি করার সিদ্ধান্ত নিয়েছেন এনকেডিএ। একইসঙ্গে সাইকেলগুলি অ্যাপ নিয়ন্ত্রিত হওয়ার জন্য প্রতিটি সাইকেলের উপর নজরদারি চালানো আর‌ও সহজ হবে বলে আশা করা হচ্ছে। এনকেডিএ’র চেয়ারম্যান দেবাশিষ সেন জানিয়েছেন, চলতি সেপ্টেম্বর মাস থেকে এই অ্যাপ নির্ভর সাইকেলগুলি রাস্তায় নামানোর পরিকল্পনা রয়েছে।

কী ভাবে মিলবে এই পরিষেবা? চেয়ারম্যান জানিয়েছেন, এই সাইকেল রাইড বুক করার জন্য একটি বিশেষ অ্যাপ চালু করা হবে। বিভিন্ন অ্যাপ সংস্থার গাড়ি যেমন বুক করা হয়, তেমনই ওই নির্দিষ্ট অ্যাপ মারফত ‘রাইড’ বুক করতে হবে আরোহীকে। ২০ টি পার্কিং স্টেশনে এই সাইকেলগুলি রাখা থাকবে। যাত্রীরা তাঁদের প্রয়োজন মত মোবাইল ফোন থেকে রাইড বুক করতে পারবেন। সেই বুকিং নির্দিষ্ট ডকিং স্টেশনে গিয়ে দেখাতে হবে। বুকিং দেখালে তবেই সাইকেলের লক খুলবে। লক খোলা মাত্র সাইকেলের যাত্রাটি ‘স্টার্ট’ হয়ে যাবে। মূল রাস্তা ছেড়ে ভিতরের অলিগলি দিয়ে সাইকেল চালানো যাবে। এছাড়াও সাইকেল লেন মেনেই সাইকেল চালাতে হবে। এবারে ডকিং স্টেশন ছাড়া সাইকেল যত্রতত্র রেখে দেওয়া যাবে না। একটি ডকিং স্টেশন থেকে অপর একটি ডকিং স্টেশন পর্যন্ত যেতে যে সময় লাগবে, তার উপর নির্ভর করবে সাইকেলের ভাড়া। অর্থাৎ, আরোহী যে পরিমাণ সময় যাতায়াতের জন্য ব্যয় করবেন, তার ভিত্তিতেই ভাড়া নির্ধারণ করা হবে। গন্তব্যের ডকিং স্টেশনে সাইকেল রেখে ট্রিপটি ‘স্টপ’ করলে সাইকেল ফের লক হয়ে যাবে। প্রসঙ্গত, নিউটাউনের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় যেমন নজরুলতীর্থ, রবীন্দ্রতীর্থ, অ্যাক্সিস মল প্রভৃতি জায়গায় সাইকেল ডকিং স্টেশন তৈরি করা হচ্ছে।

সাইকেল লেন তৈরি করে নিউটাউনে পরিবেশবান্ধব পরিবহণের উপর গুরুত্ব অনেক আগে থেকেই দিয়েছে রাজ্য সরকার। কিন্তু তাতে বেশ কিছু সমস্যা দেখা গিয়েছিল। যত্রতত্র সাইকেল পড়ে থাকার কারণে তা চুরি হয়ে যাচ্ছিল। তবে অত্যাধুনিক এই সাইকেলে সেই সমস্যা অনেকটাই দূর করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। প্রতিটি সাইকেল অ্যাপ নির্ভর হওয়ায় সেগুলির মধ্যে বিশেষ ট্র্যাকার রয়েছে। এই নতুন নিয়মে আর নিউটাউনে সাইকেল নিয়ে সমস্যা হবে না সাধারণ মানুষের।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen