শুরু হল ষষ্ঠ হিমালয়ান অরেঞ্জ ট্যুরিজম ফেস্টিভাল

যার জেরে কমলালেবুগুলো বড় হওয়ার আগেই গাছ থেকে খসে পড়ছিল। পোকার হাত থেকে কমলাকে রক্ষা করতে গত দশ বছর ধরে গবেষণা চলছে

December 7, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: কমলালেবু ছাড়া কি বাঙালির শীতকাল সম্পূর্ণ হয়? শীতের রোদে বসে কমলালেবু ছাড়িয়ে খাওয়ার মজাই আলাদা। আর কমলালেবু যদি হল দার্জিলিংয়ের, তাহলে তো কথাই নেই। কলকাতায় শুরু হল ষষ্ঠ হিমালয়ান অরেঞ্জ ট্যুরিজম ফেস্টিভালের। আহ্বায়ক রাজ বসু জানিয়েছেন, গোটা দার্জিলিং এলাকায় কমলালেবু গাছে এক ধরনের পোকার উপদ্রব হয়। যার জেরে কমলালেবুগুলো বড় হওয়ার আগেই গাছ থেকে খসে পড়ছিল। পোকার হাত থেকে কমলাকে রক্ষা করতে গত দশ বছর ধরে গবেষণা চলছে। সাফল্য মিলেছে। এবার আশা করা হচ্ছে দার্জিলিংয়ের কমলালেবু স্বমহিমায় ফিরবে।

বহু পর্যটক কমলালেবুর বাগান দেখার জন্য বিভিন্ন পাহাড়ি এলকায় যান। দার্জিলিংয়ের বিভিন্ন এলাকাতেই কমলার বাগান রয়েছে। এবার ভারতের পাশাপাশি হিমালয়ান অরেঞ্জ ট্যুরিজম ফেস্টিভালে অংশ নিচ্ছে নেপাল, ভুটান। কলকাতার সিটি সেন্টারে ৬ ডিসেম্বর থেকে ৮ ডিসেম্বর পর্যন্ত এই অনুষ্ঠান হবে।

ভারত সরকারের পর্যটন মন্ত্রক, অ্যাক্ট নামে সংস্থার উদ্যোগে অরেঞ্জ ট্যুরিজমের আসর বসছে। হোম স্টে, এগ্রি ট্যুরিজম, রুরাল ট্যুরিজম, হিমালয়ান রিজিয়নের বিভিন্ন হস্তশিল্পকে তুলে ধরা হচ্ছে উৎসবের মাধ্যমে। ভারত, নেপাল, ভুটান থেকে শিল্পীরা আসছেন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen