দেশ বিভাগে ফিরে যান

লোকসভায় পাশ হয়েছে ব্যাঙ্কিং ল অ্যামেন্ডমেন্ট বিল, কী কী নতুন সুবিধা পাবেন গ্রাহকরা?

December 7, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: এবার থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে সর্বোচ্চ চারজন নমিনি রাখা যাবে। প্রত্যেক নমিনি উত্তরাধিকারসূত্রে কত শতাংশ অর্থ পাবেন, সেই হিসাবও করে রাখা যাবে। ব্যাঙ্কিং ল অ্যামেন্ডমেন্ট বিল পাশ হওয়ার পর থেকে এমনই একগুচ্ছ পরিবর্তন আসতে চলেছে ব্যাঙ্ক সংক্রান্ত নিয়মে।

লোকসভায় পাশ হয়েছে ব্যাঙ্কিং ল অ্যামেন্ডমেন্ট বিল। পূর্বতন ৫টি ব্যাঙ্কিং আইন সংশোধন করতে ১৯টি প্রস্তাব আনা হয়েছিল। শীতকালীন অধিবেশনে সেই বিল পেশ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। বিল পেশ করে তিনি বলেন, গ্রাহকদের ব্যাঙ্ক পরিষেবা আরও উন্নত করে তোলার জন্যই পাঁচটি আইন সংশোধন করা দরকার। বেশ কয়েকটি নিয়মে বড়সড় বদল আসবে নতুন নিয়ম কার্যকর হওয়ার পর থেকে।

ওই বিলের প্রস্তাব অনুযায়ী, প্রতিটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে নমিনি হিসেবে ‘ধারাবাহিকভাবে’ বা ‘একযোগে’ চারজনের নাম রাখা যাবে। কোনও গ্রাহক যদি ‘ধারাবাহিকভাবে’ নমিনি বেছে নিতে চান, তাহলে সেই ক্রমই বজায় রাখা হবে। অর্থাৎ যে ব্যক্তির নাম প্রথমে থাকবে, তিনি প্রথম নমিনি হিসেবে বিবেচিত হবেন। একইভাবে দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ নমিনির নাম বিবেচনা করা হবে।

শুধু ব্যাঙ্ক অ্যাকাউন্টের ক্ষেত্রে নয়, লকারের ক্ষেত্রেও চারজন নমিনি রাখার প্রস্তাব আছে ব্যাঙ্কিং আইন (সংশোধনী) বিলে। তবে নমিনি বাছাইয়ের নিয়ম কিছুটা আলাদা হচ্ছে। বিষয়টি ব্যাখ্যা করে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছেন যে লকারের ক্ষেত্রে শুধুমাত্র ‘ধারাবাহিক’ নমিনেশনের নিয়ম কার্যকর হবে। সেই প্রক্রিয়া অনুযায়ী, প্রথম নমিনি যদি মারা যান, তাহলে দ্বিতীয় নমিনির হাতে লকার চলে যাবে। তার ফলে আইনি জটিলতা কমবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।

TwitterFacebookWhatsAppEmailShare

#Banking Laws Amendment Bill 2024

আরো দেখুন