দেশ বিভাগে ফিরে যান

কৃষক আন্দোলনে আবার উত্তাল হতে চলেছে পাঞ্জাব–হরিয়ানা?

December 7, 2024 | 2 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: কৃষক আন্দোলনে আবার উত্তাল হতে চলেছে পাঞ্জাব–হরিয়ানা। উৎপাদিত ফসলের ন্যূনতম সহায়ক মূল্যের আইনি স্বীকৃতি, কৃষিঋণ মওকুফ, বিদ্যুতের বিল না বাড়ানো ও গত আন্দোলনে কৃষকদের বিরুদ্ধে আনা মামলা প্রত্যাহারের দাবিতে দিল্লি চলো পদযাত্রা শুরু করেছেন কৃষকেরা। তাঁদের অভিযান রুখতে আশুক্রবার পাঞ্জাব–হরিয়ানার শম্ভু সীমান্তে কাঁদানে গ্যাসের শেল ছোড়া হয়।

শুধু তাই নয়, আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে মুহুর্মুহু লাঠি চার্জ করা হল। রাস্তায় একের পর এক কাঁটাতার ফেলে পথ রোধ করার চেষ্টাও হল। কার্যত একতলা বাড়ি সমান ব্যারিকেড তুলে দেওয়া হল আন্দোলনকারীদের যাত্রাপথে। বিক্ষোভরত চাষিদের দিল্লি প্রবেশ ঠেকাতে চেষ্টার কোনও ত্রুটি রাখেনি হরিয়ানা পুলিস। আন্দোলনকারীদের পাঞ্জাব-হরিয়ানা সীমানা ছেড়ে নড়তেই দেওয়া হল না। তাঁদের টেনেহিঁচড়ে পুলিসের বাসে তুলে আটক করা হল। সবমিলিয়ে শুক্রবার কৃষকদের দিল্লি চলো অভিযান কর্মসূচিকে কেন্দ্র করে ধুন্ধুমার বাঁধল পাঞ্জাব-হরিয়ানার শম্ভু সীমানায়।

যদিও নিজের অবস্থান থেকে একবিন্দু সরেননি আন্দোলনকারী কৃষকরা। দিনের শেষে তাঁরা জানিয়েছেন, বিজেপি সরকারের চাপের কাছে মাথা নোয়াব না। আমরা দিল্লি প্রবেশ করবই। এদিন বিকেলে শম্ভু সীমানায় কিষান মজদুর মোর্চার (কেএমএম) শীর্ষ নেতা এস এস পান্ধের দাবি করেছেন, পুলিস যেভাবে তাঁদের উপর চড়াও হয়েছে, তাতে অন্তত ছ’জন আন্দোলনকারীকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করাতে হয়েছে। তিনি বলেন, দিল্লি চলো কর্মসূচি থেকে আমরা সরছি না। সরকার নাকি আমাদের সঙ্গে আলোচনায় আগ্রহী। আমরা সেইমতো শনিবার সরকারের জন্য অপেক্ষা করব। নাহলে রবিবার আবারও আমাদের দিল্লি চলো অভিযান শুরু হবে। এর পরবর্তী যেকোনও পরিস্থিতির জন্য সরকার দায়ী থাকবে। বিজেপি সরকারের তুমুল সমালোচনা করে কৃষক নেতারা বলেন, আমরা যেন আন্তর্জাতিক জঙ্গি। আমরা এই দেশেরই নাগরিক। এই দেশের জন্য আমাদের অবদানও কিছু কম নয়।

TwitterFacebookWhatsAppEmailShare

#punjab, #Haryana, #Farmer Protest

আরো দেখুন