দেশ বিভাগে ফিরে যান

ওষুধ-এর দাম বাড়ায় বিপাকে সাধারণ মানুষ

December 7, 2024 | 2 min read

অতি প্রয়োজনীয় ওষুধের দাম বেড়েছে অনেকটাই

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: নিত্য প্রয়োজনীয় পণ্যের মতো সম্প্রতি অতি প্রয়োজনীয় ওষুধের দাম বেড়েছে অনেকটাই। এখনও মানুষের চিকিৎসা বাবদ মোট খরচের বড় অংশই ওষুধের পেছনে ব্যয় হয়, সেখানে ওষুধ দাম এতটা বাড়ায় বিপাকে পড়েছেন সাধারণ মানুষ।

প্রতিটি ঘরে খোঁজ নিলে দেখা যাবে—ডাক্তার আর ওষুধ ছাড়া কেউই নেই। ‘কানু বিনে গীত নেই’-এর মতো ডাক্তার আর ওষুধ ছাড়া আমাদের গতি নেই। গৌতমবুদ্ধ তাঁর শিষ্যকে একবার বলেছিলেন, এমন এক ঘর থেকে একমুষ্ঠি চাল বা সর্ষে আনতে, যে ঘরে মৃত্যু তাঁর থাবা বসায়নি।

বলাই বাহুল্য, গৌতমবুদ্ধর শিষ্য এই ধরাধামে তেমন কোনও (মৃত্যুহীন) ঘরই খুঁজে পাননি। আজকের প্রতিটি ঘরেও অসুখ তার আগ্রাসী থাবা বসিয়েছে। ফলে ডাক্তার আর ওষুধ এখন নিত্যকার সঙ্গী হয়ে উঠেছে প্রতিটি মানুষের জীবনে। সদ্য জন্মানো শিশু থেকে মৃত্যুর পথে পা বাড়ানো মানুষ—সবারই। বিভিন্ন বয়সের মানুষের মধ্যেই আজ কিছু কমন প্রোবলেম তথা ডিজিজ যেমন ব্লাডপেসার, সুগার, থাইরয়েড, কোলেস্টরল, ইউরিক অ্যাসিড সহ আরও অনেক কিছুর সন্ধান মিলবেই মিলবে এবং বলাবাহুল্য, এর কোনওটাই অগ্রাহ্য করার নয়।

একদিকে জেনারেল ফিজিশিয়ান তথা সাধারণ ডাক্তারের ফি যেমন লাফিয়ে লাফিয়ে বাড়ছে, অন্যদিকে পাল্লা দিয়ে বাড়ছে সবরকম ওষুধের দামও। কোনদিক সামলাবেন আপনি? বিশেষ করে স্বল্প আয়ের মানুষ তথা নিম্নমধ্যবিত্তরা? সমাজের এই শ্রেণির মানুষরা হাড়িকাঠে মাথা দিয়েই আছেন। যেন বলি-প্রদত্ত হয়েই জন্মেছেন তাঁরা।

সম্প্রতি দ্বিগুণ দাম বেড়েছে বেশ কিছু নিত্যপ্রয়োজনীয় ওষুধের। অনেকেই জানেন, ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি নামক সংস্থাটি ওষুধের দাম নির্ধারণ করে থাকে। সম্প্রতি তাঁরা বেশকিছু ওষুধের দাম বাড়িয়েছে। এই বৃদ্ধির পরিমাণ দ্বিগুণ। যা সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। সেদিকে বিন্দুমাত্র খেয়াল নেই কেন্দ্রীয় সরকারের। তাঁরা যুক্তিসঙ্গত চাপ দিলে ওই সংস্থাটি ইচ্ছেমতো ওষুধের দাম বাড়াতে পারে না। কিন্তু সরকার বাহাদুর উদাসীন।

অ্যাজমা, গ্লুকোমা, থ্যালাসেমিয়া, যক্ষ্মা ও মানসিক অসুস্থতার ওষুধ সহ আটটি অতি প্রয়োজনীয় ওষুধের দাম বাড়িয়েছে ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি নামক ওই সংস্থাটি। দাম বাড়ানোর ‘যুক্তি’ হিসেবে যে প্রথাগত ব্যাখ্যাটি তাঁরা দিয়েছেন, তা একেবারেই গতানুগতিক। যেমন ওষুধ তৈরির কাঁচামালের দাম বৃদ্ধির ফলেই ওষুধের মূল্যবৃদ্ধি ছাড়া উপায় ছিল না। ওষুধ তৈরির কাঁচামালের দাম বৃদ্ধি পেয়েছে একথা ঠিকই; কিন্তু তা বলে নিত্যপ্রয়োজনীয় ওষুধের দাম দ্বিগুণ করতে হবে? সাধারণ ক্রেতাদের কথা ভাবতে হবে না?

TwitterFacebookWhatsAppEmailShare

#Medicine, #price hike

আরো দেখুন