খেলা বিভাগে ফিরে যান

লাল-হলুদ ঝড়ে বেলাইন চেন্নাই এক্সপ্রেস, ISL-এ পর পর জয়ে লিগ টেবিলে জোড়া লাফ ইস্টবেঙ্গলের

December 7, 2024 | < 1 min read

চেন্নাইয়িন এফসি ০
ইস্টবেঙ্গল ২ (বিষ্ণু, জিকসন)

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আইএসএলে দুরন্ত ইস্টবেঙ্গল ৷ মরশুমের দ্বিতীয় জয় তুলে নিল লাল হলুদ শিবির। ঘরের মাঠে আগের ম্যাচে নর্থইস্ট ইউনাইটেডকে হারানোর পর শনিবার জওহরলাল নেহরু স্টেডিয়ামে অ্যাওয়ে ম্যাচে চেন্নাইয়িন এফসি-কে হারাল তারা। পিভি বিষ্ণু এবং জিকসন সিংহের খেলার শুরুতে ৫৪ মিনিট ও ৮৪ মিনিটের গোলে ২-০ জিতেছে লাল-হলুদ। ৯ ম্যাচে ইস্টবেঙ্গলের পয়েন্ট ৭। এ বারের আইএসএলে প্রথম বার লিগ টেবিলে ১৩ নম্বর থেকে ১২ নম্বরে উঠল ইস্ট বেঙ্গল।

TwitterFacebookWhatsAppEmailShare

#Chennaiyin fc, #Isl 2024, #East Bengal, #indian super League

আরো দেখুন