← রাজ্য বিভাগে ফিরে যান
অসমে শক্তি বাড়াল তৃণমূল, জোড়াফুলে প্রাক্তন কংগ্রেস নেতা
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: অসমে আরও শক্তিবৃদ্ধি করল তৃণমূল। দাপুটে কংগ্রেস নেতা রমেনচন্দ্র বরঠাকুর যোগ দিলেন তৃণমূলে। শনিবার সন্ধ্যায়, তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিট কার্যালয়ে জোড়াফুলের পতাকা তুলে নেন রমেনচন্দ্র। উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ তথা অসমের নেত্রী সুস্মিতা দেব।
রমেনচন্দ্র প্রায় ২০ বছর ধরে কংগ্রেসে ছিলেন। অসম প্রদেশ কংগ্রেসের মুখপাত্রের দায়িত্বও সামলেছেন তিনি। বিগত অসম বিধানসভা নির্বাচনে জালুকবাড়ি কেন্দ্রে বর্তমান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে প্রার্থী হয়েছিলেন তিনি। লোকসভা ভোটের সময় কংগ্রেস ছেড়ে যোগ দেন আপে। কয়েকমাসের মধ্যে মোহভঙ্গ হয়ে তৃণমূলে যোগ দিলেন রমেনচন্দ্র।