খেলা বিভাগে ফিরে যান

প্রতিপক্ষ নর্থইস্ট! আজ গুয়াহাটি থেকে তিন পয়েন্ট নিয়ে ফেরার লক্ষ্য মনবীর, লিস্টনদের

December 8, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আজ, রবিবার গুয়াহাটিতে নর্থইস্টের বিরুদ্ধে নামবে মোহনবাগান। অ্যাওয়ে ম্যাচ থেকে তিন পয়েন্ট নিয়ে ফিরতে চান কোচ মোলিনার ছেলেরা।

রবিবার বাগান রক্ষণের অগ্নিপরীক্ষা। কার্ড সমস্যার জেরে শুভাশিস বসু ও আলবার্তো রডরিগেজ নেই। রক্ষণ সামলানোর দায়িত্ব দীপ্যেন্দু বিশ্বাস ও আশিক কুরুনিয়ানের উপর। নর্থইস্টের উইং-প্লে সামলাবেন লিস্টন ও মনবীর। আক্রমণের সঙ্গে সঙ্গে রক্ষণে ভিড় বাড়াবেন তাঁরা। আপুইয়া, দীপক টাংরিদেরও তৈরি রাখছেন মোলিনা। টম আলড্রেডকে নর্থইস্টের বিরুদ্ধে দেখা যেতে পারে ডান দিকে অর্থাৎ চেনা পজিশনে খেলবেন না তিনি।

সাংবাদিক সম্মেলনে মোলিনা বলে গিয়েছেন, নর্থইস্ট ছন্দে রয়েছে। হাল ছাড়বে না মোহনবাগান। দলে একাধিক বিকল্প রয়েছে। সকলে সেরাটা উজাড় করতে তৈরি। ফুটবলারদের তিনি বলেছেন, ভাল খেলে ম্যাচ জিততে হবে। খেলা শুরু সন্ধ্যা সাড়ে সাতটায়। সরাসরি সম্প্রচার দেখা যাবে স্পোর্টস ১৮ চ্যানেলে।

TwitterFacebookWhatsAppEmailShare

#North east United, #Isl 2024, #mohunbagan, #ISL

আরো দেখুন