খেলা বিভাগে ফিরে যান

জোড়া ইনিংসে ব্যাটিং বিপর্যয়! গোলাপি টেস্ট জিতে বর্ডার গাভাসকর ট্রফিতে সমতা ফেরাল কামিন্সরা

December 8, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: গোলাপি টেস্টে হার রোহিতদের। ১০ উইকেটে হারল ভারত। পারথের বদলা নিল অজিরা। বর্ডার গাভাসকর ট্রফির ফলাফল এখন ১-১।


দ্বিতীয় দিনের শেষে ভারতের রান ছিল ৫ উইকেট হারিয়ে ১২৮। তৃতীয় দিন সকালে উইকেট দিয়ে এলেন পন্থ। দ্রুত ফিরে গেলেন রবিচন্দ্রন অশ্বিনও। একা নীতীশ টিকে ছিলেন কিছুক্ষণ।

কামিন্সের বলে আউট হন নীতীশও। ৪২ রান করে ফিরলেন তিনি। দ্বিতীয় ইনিংসেও তিনিই দলের সর্বোচ্চ স্কোরার। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নেন অজি অধিনায়ক প্যাট কামিন্স। ভারতের দ্বিতীয় ইনিংস শেষ হল ১৭৫ রানে। জয়ের জন্য লক্ষ্য ছিল মাত্র ১৯ রান। কোনও উইকেট না হারিয়েই তা তুলে নিল অস্ট্রেলিয়া। বর্ডার গাভাসকর ট্রফির ফলাফল এখন ১-১।

TwitterFacebookWhatsAppEmailShare

#India, #Australia, #Pinktest, #Adelaide

আরো দেখুন