ইন্ডিয়া জোটের নেতৃত্বে আসুন মমতা বন্দ্যোপাধ্যায়, BJP-র বিরুদ্ধে লড়াইয়ে তৃণমূল সুপ্রিমোর ট্র্যাক রেকর্ড তুলে ধরে দাবি সাংসদ সাগরিকা ঘোষের

ইন্ডিয়া জোটের নেত্রীর ভূমিকায় অবতীর্ণ হোন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

December 8, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ইন্ডিয়া জোটের নেত্রীর ভূমিকায় অবতীর্ণ হোন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কার্যত এমনই দাবি তুললেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সাগরিকা ঘোষ। তিনি বলেন, দীর্ঘদিন ধরেই ইন্ডিয়া জোটের একাধিক শরিক দলের শীর্ষ নেতারা এই দাবিই করে আসছেন। এনসিপি নেতা শরদ পাওয়ারও সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়কে ইন্ডিয়া জোটকে নেতৃত্ব দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন।

সাগরিকা আরও জানান, “মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস ধারাবাহিকভাবে বিজেপিকে বাংলার মাটিতে হারিয়ে এসেছে। একুশের বিধানসভা নির্বাচন, চব্বিশের লোকসভা ভোট এবং সদ্য শেষ হওয়া ছয় আসনের উপনির্বাচন বাংলা বিজেপিকে পরাস্ত করেছে তৃণমূল। বিজেপিকে হারাতে তৃণমূলের ট্র্যাক রেকর্ড অনির্বচনীয়। বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের সাহস, অভিজ্ঞতা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের, তিনি বিজেপিকে হারাতে প্রতিজ্ঞাবদ্ধ। যারা ভারতের সাম্প্রদায়িক সম্প্রীতিকে ধ্বংস করতে চাইছে, বিজেপির মতো সে’সব বিদ্বেষমূলক শক্তির বিরুদ্ধে লড়াইয়ে নেতৃত্ব দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। আম জানতাকে পরিষেবা দেওয়াই দীর্ঘ রাজনৈতিক জীবনে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সব সময় অগ্রাধিকার পেয়েছে। এখন জাতীয়স্তরে বিজেপি বিরোধী লড়াইয়ে তাঁকে দরকার নেত্রীর ভূমিকায়। তিনি প্রস্তুত।”

মমতা বন্দ্যোপাধ্যায় সাতবারের সাংসদ, চারবারের কেন্দ্রীয় মন্ত্রী এবং মুখ্যমন্ত্রী হিসাবে তাঁর তৃতীয় মেয়াদ চলছে। সাগরিকার মতে, “দেশের জন্য ক্ষতিকারক সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে লড়াইয়ে জাতীয়স্তরে অন্য কেউ নন, মমতা বন্দ্যোপাধ্যায়ই যোগ্য নেতৃত্ব দিতে পারেন।”

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen