খেলা বিভাগে ফিরে যান

ISL2024: অ্যাওয়ে ম্যাচে ২-০ নর্থ ইস্ট ইউনাইটেডকে হারাল মোহনবাগান

December 8, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আজ গুয়াহাটিতে নর্থইস্টের বিরুদ্ধে নেমেছিল মোহনবাগান। অ্যাওয়ে ম্যাচ থেকে তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ল সবুজ মেরুন শিবির।

প্রথমার্ধে কোনও দলই গোল করতে পারেনি। দ্বিতীয়ার্ধের ৬৫ মিনিটের মাথায় প্রথম গোল করে মোহনবাগানের এম সিং। দ্বিতীয় গোলটি আসে ৭১ মিনিটের মাথায়। গোল করেন এল কোলাকো। ২-০ ম্যাচ জিতে নেয় মোহনবাগান।

ISL-এ এই মুহূর্তে ২৩ পয়েন্ট নিয়ে প্রথম স্থানে রয়েছে মোহনবাগান। নর্থ ইস্ট ইউনাইটেড ১৫ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে রয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Football, #mohunbagan, #North east United, #Isl 2024

আরো দেখুন