দক্ষতার সঙ্গে ইন্ডিয়া জোটকে নেতৃত্ব দিতে পারেন মমতা, মত শরদ পাওয়ারের

মমতাকে সমর্থন জানিয়েছেন জাতীয়স্তরে বিজেপি বিরোধী জোটের আরেক শরিক দলের নেতা শরদ পাওয়ার।

December 9, 2024 | 2 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: সম্প্রতি এক বেসরকারি বৈদ্যুতিন সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে, ইন্ডিয়া জোটকে নেতৃত্বদানের আগ্রহ প্রকাশ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এ বিষয়ে মমতাকে সমর্থন জানিয়েছেন জাতীয়স্তরে বিজেপি বিরোধী জোটের আরেক শরিক দলের নেতা শরদ পাওয়ার। কোলাপুরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রবীণ রাজনীতিবিদ জানিয়েছেন, তৃণমূল নেত্রী একজন বড় নেতা। দক্ষতার সঙ্গে তিনি ইন্ডিয়া জোটকে নেতৃত্ব দিতে পারেন।

কয়েক মাসে ইন্ডিয়া জোটের নড়বড়ে অবস্থা প্রকট হয়েছে। সদ্য সমাপ্ত বেশ কয়েকটি রাজ্যে বিধানসভা ভোটে কংগ্রেস ও তার শরিকদের ভরাডুবি হয়েছে। সংসদে বিজেপি বিরোধিতার ইস্যু নির্বাচনেও বিরোধী জোটের দলগুলির মধ্যে ভিন্ন সুর দেখা গিয়েছে। জোটের নেতৃত্বদান নিয়ে পরোক্ষে কংগ্রেসের বিরুদ্ধেই সরব শরিকরা। ইন্ডিায়া জোটের ভবিষ্যৎ কী?

এক সাক্ষাৎকারে এ প্রশ্নের উত্তরে তৃণমূল নেত্রী জানিয়েছিলেন, যাঁরা জোটের লিডার, তাঁদের এটা দেখা উচিত। তবে তাঁর সঙ্গে সব আঞ্চলিক ও জাতীয় দলের যোগাযোগ রয়েছে। সবার সঙ্গেই তাঁর ভালো সম্পর্ক। মমতা বলেন, “যারে দেখতে নারি তার চলন ব্যাঁকা। আমাকে দেখতেই পারে না। তবে আমি দায়িত্ব পেলে এটুকু বলতে পারি…যদিও আমি তা চাই না। আমি বাংলার মাটি ছেড়ে কোথাও যেতে চাই না। এখানেই জন্মেছি, শেষ নিঃশ্বাস এখানেই ত্যাগ করব। কারণ বাংলাকে আমি এতটাই ভালোবাসি। কিন্তু এটুকু আমি মনে করি, এখানে বসেও আমি এটা চালিয়ে দিতে পারি।”

মমতার এহেন বক্তব্যের ক’দিনের মধ্যেই জোটের অন্যতম শরিক এনসিপি নেতা শরদ পাওয়ার বলেন, “নিশ্চিত ভাবে মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়া ব্লককে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে সমর্থ হবেন। তিনি দেশের একজন বড় নেতা। তাঁর সেই দক্ষতা রয়েছে। তিনি সংসদে যে সকল নির্বাচিত প্রতিনিধি পাঠিয়েছেন, তাঁরা দায়িত্ববান, কর্মঠ এবং অবগত। তাই তাঁর সেই কথা বলার অধিকারও রয়েছে।”

প্রঙ্গত, বিজেপিকে রুখতে ‘ইন্ডিয়া’ জোট তৈরি করেছিল বিরোধী দলগুলি। সাম্প্রতিককালে জোটে ফাটল দেখা দিয়েছে। এ আবহে তৃণমূলই যেন পথ দেখাচ্ছে। সম্প্রতি অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি কংগ্রেসের থেকে ‘দূরত্ব’ তৈরি করেছে। সমাজবাদী পার্টিও মমতাকে ইন্ডিয়ার নেত্রী হিসাবে চায়। বিরোধী জোটের সমীকরণ কি বদলাবে? রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়ে গিয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen