কলকাতা বিভাগে ফিরে যান

ওপার বাংলায় হিন্দু নির্যাতনে কেন নিষ্ক্রিয় কেন্দ্র? কলকাতায় অরাজনৈতিক মিছিল থেকে উঠল প্রশ্ন

December 9, 2024 | < 1 min read

ওপার বাংলায় হিন্দু নির্যাতনে কেন নিষ্ক্রিয় কেন্দ্র?

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: বাংলাদেশের উত্তাল পরিস্থিতি নিয়ে কেন নিষ্ক্রিয় কেন্দ্রের বিজেপি সরকারকে, বাংলাদেশে হিন্দুদের উপর হামলা বন্ধ করতে কেন্দ্রকে পদক্ষেপ করতে হবে; উত্তর কলকাতায় অরাজনৈতিক মিছিল থেকে এই দাবি উঠল রবিবার। উত্তর কলকাতার নগেন্দ্র মঠ ও মিশন এবং বাংলা সিটিজেন্স ফোরামের উদ্যোগে শান্তির বার্তা দিয়ে পদযাত্রা করা হয়। দেশের জাতীয় পতাকা হাতে নিয়ে পদযাত্রায় অংশ নেন সব ধর্মের মানুষ। বার্তা দেওয়া হয়, কোনও ধর্মের মানুষের উপর যেন আক্রমণ বা হামলা না-হয়। সমাজে সকলের থাকার অধিকার রয়েছে। পারস্পরিক সম্পর্কের ভিত্তিতেই বন্ধন আরও সুদৃঢ় হয়। পায়রা উড়িয়ে বলা হয়, ভারত-বাংলাদেশের মধ্যে সম্পর্ক মধুর থাকুক, কেটে যাক অস্থিরতা। কেন্দ্রের সরকারকে আরও উদ্যোগী হওয়ার ব্যাপারে আবেদন করা হয়েছে।

মঠ ও মিশনের পক্ষ থেকে বলা হয়, কেন্দ্রের সরকারের কোনও সচিব বাংলাদেশে গিয়ে লোক দেখানো বৈঠক করলে হবে না। বাংলাদেশের দুর্গত এলাকায়ও তাঁরা যান। দুর্গতদের সঙ্গে তাঁরা কথা বলুন, বিস্তারিত খবর নিন। সংখ্যালঘু নাগরিকরা যেন সুরক্ষিত ও নিরাপদ থাকেন, সেই ব্যাপারে পদক্ষেপ করুক কেন্দ্র। লোক দেখানো নাটক বরদাস্থ নয়, কেন্দ্রের যথাযথ ভূমিকা পালন করা জরুরি।

আজ, সোমবার রাজভবনে যাবে নগেন্দ্র মঠ ও মিশনের প্রতিনিধি দল। রাজ্যপালকে তাঁরা একটি স্মারকলিপি দেবেন বলে খবর। ওই স্মারকলিপি কেন্দ্রের কাছে পাঠাবেন রাজ্যপাল।

TwitterFacebookWhatsAppEmailShare

#Bangladesh, #muslims, #modi govt, #India, #Hindu

আরো দেখুন