ভুয়ো গেস্ট বা ডেলিগেট কার্ড বানিয়ে ফিল্ম ফেস্টিভ্যালে আসছেন তরুণ-তরুণীরা
নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: কার্ড ঝোলানো মানেই কেল্লাফতে! নন্দন চত্বরে ঘুরে বেড়ালেও কেউ ধরার নেই। যেকোনও প্রেক্ষাগৃহে, যেকোনও সময়ে প্রবেশ করা যাবে। একটা গেস্ট কার্ড বা একটা ডেলিগেট কার্ড পেতে ঘাম ছুটে যায় সিনেপ্রেমীদের। এ বছর কয়েকজন তরুণ-তরুণী আর অপেক্ষা করেননি। নিজেরাই গেস্ট বা ডেলিগেট কার্ড বানিয়ে ফেলেছেন। প্রেক্ষাগৃহের নিরাপত্তারক্ষীদের চোখ এড়িয়ে যায়নি ভুয়ো কার্ড। তাঁরাও ধরে ফেলেছেন। গত কয়েক দিনে প্রায় ৫০টি ভুয়ো কার্ড ধরা পড়েছে।
নন্দনের আধিকারিকরা মনে করতে পারছেন না, আগে কখনও এমন হয়েছে কি-না! জানা গিয়েছে, অনেকে ভুয়ো কার্ড তৈরি করেছে, কিন্তু কার্ডের মাপ ঠিক করতে পারেনি। রংটাও মেলাতে পারেনি। তাতেই চোখে পড়েছে আধিকারিকদের। ডেলিগেট কার্ডের মাপ প্রায় ছোট খাতার মাপের। গেস্ট কার্ডের রং করা হয়েছে সবুজ আর ডেলিগেট কার্ড নীল রঙের। কিন্তু ভুয়ো কার্ড রং মেলাতে পারেনি।
কর্তৃপক্ষের দাবি, এই ভুয়ো কার্ড যাঁরা নিয়ে এসেছেন, তাঁদের কাছে জানা গিয়েছে, কিছু সাইবার ক্যাফে থেকে টাকার বিনিময়ে কার্ড দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। বেশ কয়েক বছর হল, চলচ্চিত্র উৎসবে বিনামূল্যে ডেলিগেট কার্ড দেওয়া হয়। এমনকী ডেইলি পাসও দেওয়া হয়। জানা গিয়েছে, যাদবপুর ও হাওড়ার সালকিয়ার কয়েকটি সাইবার ক্যাফে থেকে এরকম আশ্বাস দেওয়া হয়েছে। মূলত নন্দন ও রবীন্দ্র সদন প্রেক্ষাগৃহ থেকে প্রচুর ভুয়ো কার্ড পাওয়া গিয়েছে। যাঁরা ভুয়ো কার্ড নিয়ে এলেন, তাঁদের বিরুদ্ধে কোনও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে না। সকলেই সিনেমা দেখতে এসেছিলেন। তাদের কেবল বলা হয়েছে, এমন যেন আর করা না হয়।