দেশ বিভাগে ফিরে যান

নিরপেক্ষ নন ধনখড়, রাজ্যসভার চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব বিরোধী সাংসদদের

December 10, 2024 | 2 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়ের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনলেন বিরোধী ইন্ডিয়া জোটের সাংসদেরা। ইন্ডিয়া জোটের সব রাজনৈতিক দলগুলের সাংসদেরা প্রস্তাবে সমর্থন জানিয়ে স্বাক্ষর করেছেন।

রাজ্যসভার চেয়ারম্যান তথা উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের আচরণে দীর্ঘদিন ধরে ক্ষুব্ধ বিরোধীরা। ধনখড়ের বিরুদ্ধে অভিযোগ, তিনি বিজেপি’র প্রতি আনুগত্য দেখাতে পক্ষপাত করেন। প্রায়শই বিরোধীদের বক্তৃতায় বাধা দেওয়া, বিরোধীদের বিতর্কের অনুমতি দিতে অস্বীকার করা এবং বিতর্কিত আলোচনার সময় বিজেপি’র পক্ষ নেওয়ার অভিযোগ ওঠে ধনখড়ের বিরুদ্ধে। এই ইস্যুতে রাজ্যসভায় ঐক্যবদ্ধ হয়েছে ইন্ডিয়া জোট। আজ, মঙ্গলবার ধনখড়ের বিরুদ্ধে বিরোধীরা অনাস্থা প্রস্তাব আনেন।

কংগ্রেস নেতা জয়রাম রমেশ এক্সে লেখেন, “ইন্ডিয়া জোটের অন্তর্গত সমস্ত দলগুলির কাছে রাজ্যসভার মাননীয় চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পেশ করা ছাড়া কোন উপায় ছিল হয়। তিনি অত্যন্ত পক্ষপাতমূলক পদ্ধতিতে রাজ্যসভার কাজ পরিচালনা করছেন। ইন্ডিয়া জোটের দলগুলোর জন্য এটা খুবই বেদনাদায়ক সিদ্ধান্ত, কিন্তু সংসদীয় গণতন্ত্রের স্বার্থে এই পদক্ষেপ করতে হয়েছে।” প্রস্তাবটি রাজ্যসভার সেক্রেটারি জেনারেলের কাছে জমা দেওয়া হয়েছে।

রাজ্যসভায় তৃণমূলের ডেপুটি লিডার কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে অভিযোগ করে বলেন যে, এই সরকার সংসদকে হত্যা করছে। সাধারণ মানুষকে প্রভাবিত করে এমন বিষয়গুলির উত্তর তাদের কাছে না থাকায় তারা ভয় পায়। বিজেপি এবং সরকার উচ্চ সাংবিধানিক পদের অপব্যবহার করছে এবং তাদের নির্বাহী ক্ষমতার অধীন করে তুলছে। রাজ্যসভায় বিরোধীদের সংখ্যা নেই, কিন্তু যারা আমাদের সংসদীয় ব্যবস্থাকে ধ্বংস করতে চায় তাদের বিরুদ্ধে এই লড়াই। আমাদের সংসদীয় গণতন্ত্রের অখণ্ডতা এবং জনগণের প্রতিটি প্রতিনিধির সাংবিধানিক অধিকার বিপন্ন।

TwitterFacebookWhatsAppEmailShare

#Jagdeep Dhankhar, #Rajya Sabha, #opposition, #Oppositions, #Rajya Sabha Chairman, #India Bloc

আরো দেখুন