বাংলাদেশ নিয়ে মুখ্যমন্ত্রীর অবস্থানকে সমর্থন দেশ বাঁচাও গণমঞ্চর

বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে শুভবুদ্ধি সম্পন্ন মানুষেরা বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদ করছেন।

December 11, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতিতে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকাকে সমর্থন করল দেশ বাঁচাও গণমঞ্চর। মঙ্গলবার সংগঠনের পক্ষ থেকে বিবৃতি জারি করে বলা হয়, পড়শি দেশের পরিস্থিতি নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে ভূমিকা নিয়েছেন তাতে তাঁদের পূর্ণ সমর্থন রয়েছে। গণমঞ্চর তরফে জানানো হয়েছে, বাংলাদেশের ঘটনাকে কেন্দ্র করে রাজ্যে কোনওরকম সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর চেষ্টা হলে তা গোড়াতেই প্রতিহত করতে হবে। বাংলা যেহেতু বাংলাদেশের ঘনিষ্ঠতম প্রতিবেশী রাজ্য ও বাংলাদেশের সঙ্গে এ রাজ্যের দীর্ঘতম সীমান্ত রয়েছে, ফলে বাংলাদেশ সংক্রান্ত যেকোনও সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কেন্দ্রকে রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করতে হবে।

দেশ বাঁচাও গণমঞ্চ বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে জানিয়েছে, যেভাবে ওই দেশে ধর্মীয় সংখ্যালঘুদের উপর মৌলবাদীদের আক্রমণ নেমে আসছে, ধর্মীয় সংখ্যালঘুদের ধর্মস্থানগুলি ধ্বংস করা হচ্ছে, প্রতিনিয়ত তাদের বাংলাদেশ ছাড়ার জন্য হুমকি দেওয়া হচ্ছে তা যেকোনও গণতান্ত্রিক দেশের নাগরিককে ক্ষুব্ধ ও বিস্মিত করবে। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে শুভবুদ্ধি সম্পন্ন মানুষেরা বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদ করছেন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen