চা বাগানের নন ওয়ার্কার শ্রমিকদের জন্য নয়া কোন উদ্যোগ নিল রাজ্য?
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: এবার চা শ্রমিকদের পরিবারগুলিকে সামাজিক সুরক্ষার আওতায় আনতে উদ্যোগ নিল রাজ্য। এতে চা বাগানের নন ওয়ার্কার শ্রমিকরা উপকৃত হবেন। সামাজিক সুরক্ষা প্রকল্পের আওতায় তাঁদের পিএফের টাকা দেওয়া হবে।
চা বাগানের শ্রমিকরা তাঁদের নানা সুযোগ-সুবিধার জন্য বাগান-মালিকদের দিকে তাকিয়ে থাকতেন। ২০১১ সালে রাজ্যে পালাবদলের পর চা বাগানের শ্রমিকরা একাধিক সরকারি প্রকল্পের আওতায় আসেন। কন্যাশ্রী, রূপশ্রী, সবুজসাথী, স্বাস্থ্যসাথী, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, বাংলা আবাস-সহ একাধিক সরকারি প্রকল্পের সুবিধা পান চা বাগানের শ্রমিকরা। চা শ্রমিকদের পরিবারগুলি চা সুন্দরী প্রকল্পেও নানান সুবিধা পায়। চা সুন্দরী প্রকল্প অত্যন্ত জনপ্রিয় হয়েছে। উত্তরবঙ্গের চা বাগান সংলগ্ন এলাকায় তৈরি হয়েছে চা সুন্দরী প্রকল্পের ঘর। মাথা গোঁজার আশ্রয় পেয়েছেন চা শ্রমিকরা।
এবার সরকারের নয়া প্রকল্প, নন ওয়ার্কার শ্রমিকদের জন্য সামাজিক সুরক্ষা যোজনা। এর মাধ্যমে নন ওয়ার্কার শ্রমিকদের পিএফ অ্যাকাউন্টে প্রতি মাসে ৫৫ টাকা করে জমা হবে। গোটা বছরে তাদের পিএফ অ্যাকাউন্টে জমা হবে ৬৬০ টাকা। কর্মরত অবস্থায় কোনও নন ওয়ার্কার চা শ্রমিক যদি দুর্ঘটনায় মারা যান তবে তাঁর পরিবার এককালীন ২ লক্ষ টাকা পাবেন। স্বাভাবিকভাবে মৃত্যু হলে ৫০ হাজার টাকা মিলবে।
নয়া ব্যবস্থার মাধ্যমে চা বাগানের শ্রমিক পরিবারের সদস্যরাও সরকারের সামাজিক সুরক্ষা প্রকল্পের আওতায় আসছে। আলিপুরদুয়ার জেলার ৬১টি বাগানেই শিবির করা হবে। সামাজিক সুরক্ষা শিবিরের আওতায় আনার জন্য বিভিন্ন বাগানে শিবির করা হবে। রাজ্যের তরফেই চা শ্রমিকদের পিএফ অ্যাকাউন্ট তৈরি করে দেওয়া হবে।