← বিনোদন বিভাগে ফিরে যান
অবসর নেওয়ার ৪ বছর পরেও বিজ্ঞাপন জগতে কিং খান, বিগ বি-দের টেক্কা দিচ্ছেন মাহি
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: অবসর নেওয়ার ৪ বছর পরেও মহেন্দ্র সিং ধোনি নাগাড়ে টেক্কা দিয়ে চলেছেন শাহরুখ খান, অমিতাভ বচ্চনদের মতো বলিউডের মহীরুহদের। সম্প্রতি, একটি মার্কিন ও একটি ব্রিটিশ সংস্থার করা সমীক্ষাতে দাবি করা হয়েছে, বিজ্ঞাপন জগতে মাহি ছাপিয়ে গিয়েছেন কিং খান ও বিগ বি-কেও।
এখন শুধু বছরে মাত্র দু’মাসের জন্য আইপিএলে মাঠে নামেন। বাকি সময়টার বেশিটাই তিনি থাকেন মিডিয়ার ধরাছোঁয়ার বাইরে। এ হেন মহেন্দ্র সিং ধোনিকে সবসময় না পাওয়াই যেন তাঁর জনপ্রিয়তাকে দিন দিন আরও বাড়িয়ে দিচ্ছে। বলা হয়েছে, ২০২৪ সালের প্রথম অর্ধবছরে ব্র্যান্ড এন্ডোর্সমেন্টের নিরিখে মহেন্দ্র সিং ধোনি পার করেছেন বলিউডের তাবড় তাবড় ব্যক্তিত্বকে। আসলে সম্প্রতি ‘জার্সি নম্বর সাত’ একটি টায়ার সংস্থার সঙ্গে চুক্তি করেছেন। এর ফলেই তিনি টপকে গিয়েছেন শাহরুখ খান ও অমিতাভ বচ্চনকে।