দেশ বিভাগে ফিরে যান

‘ওয়ান নেশন ওয়ান ইলেকশন’ বিল দ্রুত পেশ করতে চাইছে মোদী সরকার

December 11, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ওয়ান নেশন ওয়ান ইলেকশন নিয়ে রামনাথ কোবিন্দের নেতৃত্বাধীন কমিটি যে সুপারিশ করেছে, তা ইতিমধ্যেই অনুমোদন করেছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। বিষয়টি নিয়ে আর দেরি করতে চাইছে না মোদী সরকার। চলতি শীতকালীন অধিবেশনেই বিলটি পেশ করতে চাইছে সরকার। সেক্ষেত্রে আগামী বাজেট অধিবেশনে বিলটি পেশ করা হবে।

সরকারি সূত্রের খবর, প্রধানমন্ত্রীর দপ্তর থেকেই নির্দেশ এসেছে যে, যত দ্রুত সম্ভব এই বিল পাশ করানোর উদ্যোগ নেওয়া হবে। কারণ, ২০২৫ এবং ২০২৬ সালে সাত রাজ্যের নির্বাচনের পর নতুন যে সরকার গঠিত হবে, সেগুলির সময়সীমা কমিয়ে দেওয়ার সাংবিধানিক ব্যবস্থা যাতে করা যায়। ২০২৯ সালেই একই সঙ্গে লোকসভা, বিধানসভা নির্বাচনে হবে। তার কিছু মাস পর হবে পুরসভাও পঞ্চায়েত ভোট। এই পরিকল্পনা নিয়েই অগ্রসর হচ্ছে মোদী সরকার।

শীতকালীন অধিবেশনে এই বিল পেশ হলেও তা এখনই পাশ হবে না। পাঠানো হবে সংসদীয় কমিটির কাছে। যে ফর্মুলায় ওয়াকফ বিল পাঠানো হয়েছে যুগ্ম সংসদীয় কমিটির কাছে, সেভাবেই ওয়ান নেশন ওয়ান ইলেকশন বিল পাঠানো হবে। সেক্ষেত্রে বাজেট অধিবেশনের দ্বিতীয়ার্ধে অর্থাৎ আগামী বছরের এপ্রিল মে মাসের মধ্যেই পাশ হবে ওই বিল।

তবে সরকারের শীর্ষ মহল চাইছে বাজেট অধিবেশনের প্রথমার্ধেই বিলটি পাশ করাতে। যাতে দিল্লি এবং বিহারের নতুন বিধানসভা এবং তারপর ২০২৬ সালের বাংলা, অসম, তামিলনাড়ু, কেরল ও পুদুচেরির বিধানসভা নির্বাচন হওয়ার প্রাক্কালেই ওয়ান নেশন ওয়ান ইলেকশন বিল পাশ করানো যায়। দিল্লির ভোটপর্ব অবশ্য আগামী ফেব্রুয়ারিতে। তাই তার আগে এই বিল পাশ করানো কার্যত অসম্ভব। সরকারি সূত্রে জানা যাচ্ছে, এই বিল নিয়ে বিরোধীদের সঙ্গে আলোচনা করবে সরকারের সংসদীয় টিম। সাধারণ মানুষ ও বিশেষজ্ঞদের মতামত চাওয়া হবে।

TwitterFacebookWhatsAppEmailShare

#India, #Modi Government, #one nation one election

আরো দেখুন