জয়নগরের পর এবার ফরাক্কায় ধর্ষণ–খুনের ঘটনায় দু’মাসে দোষী সাব্যস্ত
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আর জি কর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়াকে খুন ও ধর্ষণের ঘটনায় প্রথমে কলকাতা হাইকোর্ট এবং পরে সুপ্রিম কোর্টের নজরদারিতে তদন্ত চালিয়েও মূল অভিযুক্তের সাজা নিশ্চিত করতে পারেনি সিবিআই। কিন্তু মাত্র ৬০ দিনের মধ্যে জয়নগর খুন ও ধর্ষণের ঘটনায় মূল অভিযুক্তের সাজা নিশ্চিত করে পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশ। পুলিশের এই সাফল্য গত সপ্তাহে সোশ্যাল মিডিয়ায় উঠে এসেছিল।
এবার জয়নগরের পরে ফরাক্কার ঘটনাতেও পুলিশের উদ্যোগ দেখা গেল। আর এক নাবালিকার ধর্ষণ–খুনের ঘটনায় দু’জন দোষী সাব্যস্ত করা হল মাত্র ৬০ দিনে। অর্থাৎ দু’মাসের মধ্যে। অভিযুক্তদের সাজা ঘোষণা করবে জঙ্গিপুর আদালত। ফরাক্কায় শিশুকন্যাকে ধর্ষণ করে খুনের ঘটনায় সাজা ঘোষণা করা হবে।
গত ১৩ অক্টোবর ৯ বছরের শিশুকন্যাকে ধর্ষণ করে খুনের অভিযোগ ওঠে স্থানীয় দুই ব্যক্তির বিরুদ্ধে। এই ঘটনায় প্রথমে পুলিশ একজনকে গ্রেফতার করতে সক্ষম হয়। তারপর তদন্তে নেমে আরও একজনকে গ্রেপ্তার করে পুলিশ। আজ, বৃহস্পতিবার জঙ্গিপুর আদালতে অতিরিক্ত জেলা ও দায়রা আদালতের বিচারক অমিতাভ মুখোপাধ্যায় অভিযুক্তদের দোষী সাব্যস্ত করেন।
রাজ্য পুলিশের পক্ষ থেকে এক্স হ্যান্ডেলে জানানো হয় যে, ফরাক্কায় নাবালিকার গণধর্ষণ-খুনের মামলায় ৬১ দিনের মধ্যে এক অপরাধীর ফাঁসির আদেশ, অন্যজনের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।