দেশ বিভাগে ফিরে যান

ট্রেনের টিকিট কনফার্ম না হলেও পুরো টাকা ফেরত পাওয়া যায় না কেন?

December 13, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ট্রেনের ওয়েটিং লিস্টে থাকা টিকিট বাতিল করার জন্য রেল একটি নির্দিষ্ট চার্জ নেয়। এমনকি টিকিট কনফার্ম না হলেও আপনি পুরো টাকা ফেরত পাবেন না। কেন রেলের তরফে এই চার্জ নেওয়া হয়, তা জানালেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।

লোকসভায় সরকারের তরফে জানানো হয়েছে, রেল মন্ত্রক সমস্ত ওয়েটিং লিস্টের টিকিটের উপর ‘ক্লার্কেজ’ ফি ধার্য করে। টিকিট বাতিল-সহ সমস্ত উৎস থেকে প্রাপ্ত রাজস্ব রক্ষণাবেক্ষণ এবং পরিচালনা-সম্পর্কিত কাজের জন্য ব্যবহার করা হয়। রেলমন্ত্রী এক প্রশ্নের লিখিত জবাবে বলেন, ‘রেল যাত্রী (টিকিট বাতিল এবং ভাড়া ফেরত) বিধি, ২০১৫ অনুযায়ী, আইআরসিটিসি ওয়েবসাইটের মাধ্যমে বাতিল হওয়া সমস্ত ওয়েটিং টিকিট বাতিলের ক্ষেত্রে ক্লার্কেজ চার্জ ধার্য করা হয়।’

TwitterFacebookWhatsAppEmailShare

#Railways, #Ticket, #ticket confirm, #Indian Railways

আরো দেখুন