অ্যাজিথ্রোমাইসিনের থেকে ৮ গণ বেশি শক্তিশালী অ্যান্টিবায়োটিক আবিষ্কার করলেন ভারতীয় বিজ্ঞানীরা
নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: আমরা অনেক সময় অ্যান্টিবায়োটিকের অপব্যবহার করি। এর ফলে অনেক ক্ষেত্রেই সংক্রমণ আরও জটিল হয়ে পড়ে। ডাক্তারের পরামর্শ ছাড়া বা অসম্পূর্ণ কোর্স করে ওষুধ খাওয়া, এই সমস্যার মূল কারণ।
এই পরিস্থিতিতে ভারতীয় বিজ্ঞানীরা একটি বড় সফল্য অর্জন করেছেন। তারা একটি নতুন অ্যান্টিবায়োটিক আবিষ্কার করেছেন যার নাম ন্যাফিথ্রোমাইসিন। এই ওষুধটি অ্যান্টিবায়োটিক রোধী ব্যাকটেরিয়ার বিরুদ্ধে অত্যন্ত কার্যকরী। বিশেষ করে, ড্রাগ রেজিস্ট্যান্ট নিউমোনিয়া সারাতে এই ওষুধ অত্যন্ত কার্যকরী হবে।
ন্যাফিথ্রোমাইসিন ব্যাকটেরিয়ার কোষের বাইরে একটি লেয়ার থাকে, সেই লেয়ারকে ভেদ করে ব্যাকটেরিয়াকে ধ্বংস করে দেয়। ক্লিনিক্যাল ট্রায়ালে এই ওষুধের সাফল্যের হার ৯৭%। ন্যাফিথ্রোমাইসিন অ্যাজিথ্রোমাইসিনের চেয়ে ৮ গুণ বেশি শক্তিশালী।
এই ওষুধ অনেক মানুষের জীবন বাঁচাতে সাহায্য করবে বলে মনে করা হচ্ছে। এই ওষুধ অ্যান্টিবায়োটিক রোধী ব্যাকটেরিয়ার বিরুদ্ধে লাড়াইয়ে একটি নতুন অস্ত্র হিসেবে কাজ করবে।