খেলা বিভাগে ফিরে যান

ISL24: কেরালা ব্লাস্টার্সকে ৩-২ হারাল মোহনবাগান

December 14, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আজ সল্টলেক স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল মোহনবাগান ও কেরালা ব্লাস্টার্স।

প্রথমার্ধে ৩৩ মিনিটের মাথায় প্রথম গোল করেন মোহনবাগানের McLaren। দ্বিতীয়ার্ধে খেলা জমে ওঠে। কেরালার Jimenez ১-১ করে দেয়। ৭৭ মিনিটে ২-১ করে এগিয়ে যায় কেরালা। গোল করেন Drinčić। ৮৬ মিনিটের মাথায় সমতা ফেরায় মোহনবাগানের Cummings, এবং ৯০+৫ মিনিটের মাথায় জয়সূচক গোলটি আসে মোহনবাগানের Rodríguez-র মাধ্যমে। ৩-২ গোলে কেরালাকে হারাল মোহনবাগান।

TwitterFacebookWhatsAppEmailShare

#mohunbagan, #ISL, #Kerala blasters

আরো দেখুন