দেশ বিভাগে ফিরে যান

ডিসেম্বরে টানা তৃতীয়বার কৃষকদের আন্দোলনে বাধা, জোরালো পরবর্তী কর্মসূচি ঘোষণা অন্নদাতাদের

December 15, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: শনিবার ফের ডাবল ইঞ্জিন হরিয়ানার শম্ভু সীমানায় কৃষকদের জাঠাকে আটকে দেওয়া হল। কৃষকদের ‘দিল্লি চলো’ অভিযান রুখতে জল কামান, কাঁদানে গ্যাস চালাল বিজেপি শাসিত হরিয়ানার পুলিশ। ফসলের ন্যূনতম সহায়ক মূল্যের আইনি গ্যারান্টির দাবিতে ছিল আন্দোলন। শম্ভু সীমানায় ধন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়। পুলিশের জল কামান ও কাঁদানে গ্যাসে অন্তত ১৭ জন কৃষক আহত হন। হরিয়ানা পুলিশের বাধায় চলতি মাসে এই নিয়ে তৃতীয়বার স্থগিত হয়ে গেল কৃষকদের কর্মসূচি। আগামী দিনে আরও জোরালো আন্দোলনের ডাক দিয়েছেন কৃষক নেতা সারওয়ান সিং পান্ধের। আগামী ১৬ ডিসেম্বর ট্রাক্টর মিছিল হবে। ১৮ ডিসেম্বর হবে রেল রোকো।

গত ফেব্রুয়ারি থেকে পঞ্জাব থেকে হরিয়ানার প্রবেশপথে শম্ভু ও খানৌরি সীমানায় ধর্না চালাচ্ছেন কৃষকরা। আন্দোলনকারী কৃষকদের মধ্যে ১০১ জন প্রতিনিধি দিল্লি যাওয়ার কর্মসূচি নিয়েছেন। শম্ভু সীমানায় বিশাল ব্যারিকেড দিয়ে আটকে রেখেছে হরিয়ানা পুলিশ। চলতি মাসের ৬ ও ৮ তারিখের দিল্লি চলো কর্মসূচি শম্ভু সীমানায় অবরুদ্ধ হয়েছিল। ফের একই ছবি দেখা গেল শনিবার।

কৃষকদের ঠেকাতে যুদ্ধের প্রস্তুতি নিয়েছিল পুলিশ, প্রশাসন। সকাল ছ’টা থেকে আম্বালার একাংশে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়। দিল্লি থেকে অনুমতি না নিলে মিছিল এগতে দেওয়া হবে না বলে জানানো হয় পুলিশের তরফে। কৃষক নেতারা বলেন, তাঁরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করতে বদ্ধপরিকর। মিছিল শুরু হতেই পুলিশ কড়া পদক্ষেপ করে। কৃষকনেতা তেজবীর সিংয়ের অভিযোগ, এলোপাথাড়ি কাঁদানে গ্যাসের শেল ছোড়া হয়েছে। কৃষকনেতা সারওয়ান সিং পান্ধেরের দাবি, পুলিসের নির্যাতনে ১৭ জন কৃষক জখম হয়েছেন। অনেকের অবস্থা গুরুতর। হাসপাতালে তাঁদের চিকিৎসার ব্যবস্থা পর্যন্ত করা হচ্ছে না।

TwitterFacebookWhatsAppEmailShare

#Haryana, #Farmer Protest

আরো দেখুন