রাজ্যসভায় সংবিধান বিষয়ক বিতর্কে কী পরিকল্পনা নিচ্ছে তৃণমূল?

৭৫ বছর যাবৎ ভারতের গণতন্ত্রকে রক্ষা করছে দেশের সংবিধান। তার ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে নানান কর্মসূচি চলছে। সংসদেও নানান আলোচনা চলছে

December 15, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ৭৫ বছর যাবৎ ভারতের গণতন্ত্রকে রক্ষা করছে দেশের সংবিধান। তার ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে নানান কর্মসূচি চলছে। সংসদেও নানান আলোচনা চলছে। আগামী সোমবার এবং মঙ্গলবার রাজ্যসভায় সংবিধান নিয়ে বিতর্ক চলবে। শোনো যাচ্ছে, এক অভিনব পরিকল্পনা নিয়েছে তৃণমূল কংগ্রেস। সূত্রের খবর, তৃণমূল তিন, চারজন সাংসদের বদলে রাজ্যসভার এগারো জন তৃণমূল সাংসদ সংবিধান নিয়ে বলবেন।

প্রত্যেকে সংবিধান নিয়ে ৩ মিনিট করে বক্তব্য রাখতে পারেন। এক একজন এক এক ভাষায় বলবেন অর্থাৎ বাংলা, ইংরেজি, হিন্দি, উর্দু ভাষায় তাঁরা বক্তব্য রাখবেন। আরও শোনা যাচ্ছে, এক একজন সাংসদ সংবিধানের প্রস্তাবনার এক একটি বিষয়ে বলতে পারে। কেউ ধর্মনিরপেক্ষতা নিয়ে বলতে পারেন, কেউ সার্বভৌমত্ব নিয়ে বক্তব্য রাখবেন, এমনভাবেই নাকি পরিকল্পনা করা হচ্ছে। ১১জন তিন মিনিট করে, সব মিলিয়ে ৩৩ মিনিট বক্তব্য রাখতে পারেন জোড়াফুলের সাংসদেরা। তৃণমূল সূত্রের খবর, দোলা সেন, মমতা ঠাকুর, সামিরুল ইসলাম বাংলায় বলতে পারেন। সাগরিকা ঘোষ, সুস্মিতা দেব, সাকেত গোখলে, মৌসম নূর ইংরেজিতে বক্তব্য রাখবেন। নাদিমুল হক উর্দুতে বলবেন। হিন্দিতে বলতে পারেন প্রকাশচিক বরাইক।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen