খেলা বিভাগে ফিরে যান

হেড, স্মিথের জোড়া সেঞ্চুরি! টিম ইন্ডিয়ার সামনে রানের পাহাড় অজিদের

December 15, 2024 | < 1 min read

—- ছবি সৌজন্যে: ICC

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ট্র্যাভিস হেড ও স্টিভ স্মিথ; দুই অজি ব্যাটারের সেঞ্চুরিতে ভর করে রানের পাহাড়ে অস্ট্রেলিয়া। দ্বিতীয় দিনের শেষে অজিদের স্কোর ৭ উইকেটে ৪০৫ রান।

বৃষ্টিতে প্রায় ধুয়ে যাওয়া প্রথম দিনের বিনা উইকেটে ২৮ রানের পুঁজি নিয়ে দ্বিতীয় দিন শুরু করেছিল অজিরা। দ্বিতীয় দিনের প্রথম সেশন ছিল ভারতের। ৭৫ রানের মাথায় ৩ উইকেট তুলে নেন ভারতীয় পেসাররা। খোয়াজা এবং ম্যাকসুইনিকে প্যাভেলিয়নের রাস্তা দেখান বুমরাহ। নীতীশ রেড্ডি ফেরান লাবুশানেকে।

শুরু ট্র্যাভিস হেডের তাণ্ডব। ভারতীয় বোলারদের ত্রাস হয়ে উঠেছেন তিনি। চতুর্থ উইকেটের জুটিতে হেড আর স্মিথ ২৪১ রান তুলে ফেলেন। দুই ব্যাটারই সেঞ্চুরি করেন। মাত্র ১১৫ বলে সেঞ্চুরি করেন হেড। অন্যদিকে স্মিথ কেরিয়ারের ৩৩ তম শতরানটি করলেন।

বুমরাহ ১০১ রানে ফেরান স্মিথকে। দ্রুত আউট হন মিচেল মার্শও। ১৫২ রানের মাথায় হেডকেও ফিরিয়ে দেন তিনি। ২০ রানে অধিনায়ক প্যাট কামিন্সকে ফেরান সিরাজ। দিনের শেষে অজিদের স্কোর ৭ উইকেট ৪০৫ রান।

TwitterFacebookWhatsAppEmailShare

#India vs Australia, #Border-Gavaskar Trophy, #Cricket

আরো দেখুন