রাজ্য বিভাগে ফিরে যান

জয়রামবাটিতে শ্রী শ্রী মায়ের জন্মতিথি উপলক্ষ্যে আয়োজিত হতে চলেছে সারদা মেলা

December 15, 2024 | < 1 min read

প্রথমবার বসতে চলেছে সারদা মেলার আসর

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: এবার থেকে শুরু হতে চলেছে সারদা মেলা। মা সারদার জন্মতিথিতে কামারপুকুরের আদলে এবার জয়রামবাটিতে বিশেষ মেলা বসবে। মা সারদার জন্মতিথিতে সারদা মেলার আয়োজন করছেন স্থানীয় বাসিন্দারা।

জয়রামবাটির মাতৃমন্দির সংলগ্ন মাঠে আগামী ২০ থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত চলবে মেলা। ২২ ডিসেম্বর মাতৃমন্দিরে রীতি মেনে পালিত হবে মা সারদার আবির্ভাব তিথি। ১৮৫৩ সালের ২২ ডিসেম্বর বাঁকুড়ার জয়রামবাটি গ্রামে জন্মগ্রহণ করেছিলেন মা সারদা। রামকৃষ্ণ মিশনের তত্বাবধানে মা সারদার জন্মভিটেতে প্রতিষ্ঠিত হয় মাতৃমন্দির। মাতৃমন্দির প্রতিষ্ঠার পর থেকে প্রতি বছর জয়রামবাটিতে শ্রদ্ধার সঙ্গে মা সারদার আবির্ভাব তিথি পালিত হয়ে আসছে। এ’বছরও ২২ ডিসেম্বর বিশেষ পুজা, হোম, নামগান, মায়ের কথা পাঠ-সহ বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে দিনটি পালনের আয়োজন করেছে মাতৃ মন্দির কর্তৃপক্ষ।

সেই সঙ্গে এবারের বাড়তি পাওনা হতে চলেছে সারদা মেলা। কামারপুকুরে রামকৃষ্ণদেবের জন্মদিন উপলক্ষ্যে করে যেমন মেলার আয়োজন করা হয়, একই ধাঁচে এবার জয়রামবাটিতে মা সারদার জন্মদিন উপলক্ষ্যে স্থানীয় বাসিন্দারা সম্মিলিতভাবে আয়োজন করছেন সারদা মেলার। সঙ্গীত ও নৃত্য সহ বিভিন্ন অনুষ্ঠানের পাশাপাশি আয়োজকরা স্থানীয় আমোদর নদে বিশেষ আরতির আয়োজন করেছেন। হরিদ্বার থেকে একদল সাধু এনে আরতির আয়োজন করা হবে বলে জানিয়েছেন মেলা উদ্যোক্তারা।

TwitterFacebookWhatsAppEmailShare

#Sarada Mela, #Sarada Devi, #Sri Sri Maa's birth anniversary, #jayrambati

আরো দেখুন