← পুজো স্পেশাল বিভাগে ফিরে যান
আজ অগ্রহায়ণ সংক্রান্তি, বাংলার ঘরে ঘরে পালিত হচ্ছে ইতু উৎসব
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আজ সোমবার বাংলার গ্রামে গ্রামে পালিত হচ্ছে ইতু উৎসব। অগ্রহায়ণ সংক্রান্তির দিন ইতু পুজোর ব্রত উদযাপন করেন মহিলারা। ইতু পুজো উপলক্ষ্যে বাড়িতে বাড়িতে নবান্ন উৎসব চলে। নবান্নের জেরে সব্জির দাম লাফিয়ে লাফিয়ে বাড়েছে। রবিবার সব সব্জির দামই অনেকটা বেড়েছে। সব্জির চাহিদা বাড়ায় ফি বছর এই দিনে দাম বাড়ে।
অগ্রহায়ণ মাসে চাষিরা গোলায় নতুন ধান তুলেছে। ইতু পুজোর পরদিন থেকে শুরু হয় পৌষ। বাংলার প্রতিটি বাড়িতে পৌষ মাসজুড়ে লক্ষ্মীর আরাধনা ও পাঁচালি পাঠ হয়। সংক্রান্তির দিন ইতু পুজোর মাধ্যমে লক্ষ্মীর আরাধনা শুরু হয়। কলাপাতায় বাস্তুদেবকে নতুন অন্ন, পরমান্ন দেওয়া হয়।