আশঙ্কা বাড়াচ্ছে হুগলি নদীর ভাঙন! কী পদক্ষেপ পুরসভা?

হুগলি নদীর ভাঙনে কলকাতার ভবিষৎ নিয়ে চিন্তা বাড়ছে পুরসভার।

December 16, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: হুগলি নদীর ভাঙনে কলকাতার ভবিষৎ নিয়ে চিন্তা বাড়ছে পুরসভার। ভাঙন আটকাতে কলকাতা বন্দর কর্তৃপক্ষর সঙ্গে কথা বলেছে পুরসভা। নদীর ক্রমাগত গতিপ্রকৃতি বদল চিন্তা বাড়াচ্ছে পুরসভার। ভাঙন রুখতে নারকেল গাছ, ম্যানগ্রোভে ভরসা করছে বন্দর।

পুরসভার অভিযোগ, কেন্দ্র কার্যত নিষ্ক্রিয় হয়ে বসে আছে। শহরের অস্তিত্ব বাঁচাতে উদ্যোগ নিচ্ছে পুরসভা। উত্তর কলকাতার বাজে কদমতলা ঘাটের বাঁ দিক থেকে সোজা প্রিন্সেপ ঘাট সংলগ্ন দ্বিতীয় হুগলি ব্রিজের নীচ পর্যন্ত গঙ্গা তীরবর্তী অংশে নারকেল গাছ বসানোর কাজ চলছে। কলকাতায় গতিপথ বদলাচ্ছে গঙ্গা। ভাঙনের ভ্রুকুটি দেখা দিয়েছে। বেলুড়ের দিকে পলি জমছে, গঙ্গা অন্য পথে চলে যাচ্ছে। যা বিপজ্জনক বলে মনে করছেন পুরসভার আধিকারিকরা।

কলকাতার থেকে ফলতা পর্যন্ত গঙ্গা গতিপথ বদল করছে। এক তটে পলি পড়ে অন্য তীরে গতিপথ বদল হচ্ছে। ভাঙনের মোকাবিলা করতে কলকাতার নদীর তীরে নারকেল গাছ বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রায় সাড়ে চারশো নারকেল গাছ বসানো হবে। সঙ্গে ম্যানগ্রোভও রোপণ করা হবে। উত্তর থেকে দক্ষিণ ভরসা নারকেল গাছ আর ম্যানগ্রোভ। ইতিমধ্যেই রোপণ কাজ শুরু হয়ে গিয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen