রাজ্য বিভাগে ফিরে যান

বাংলার অর্থনীতি লক্ষ্মীদের হাতেই, ৬২ শতাংশ ক্ষুদ্র শিল্পের মালিক বঙ্গতনয়ারা

December 16, 2024 | < 1 min read

বাংলার অর্থনীতি লক্ষ্মীদের হাতেই, ৬২ শতাংশ ক্ষুদ্র শিল্পের মালিক বঙ্গতনয়ারা

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বাংলার ক্ষুদ্রশিল্প নিয়ে কেন্দ্রের রিপোর্টে চমকপ্রদ তথ্য সামনে এল। রিপোর্টে বলা হয়েছে, মহিলারাই বাংলার ক্ষুদ্রশিল্পের চালিকা শক্তি। এ’রাজ্যে ৬২ শতাংশ ক্ষুদ্র শিল্পের মালিকানা রয়েছে মহিলাদের হাতে। গোটা দেশের গড়ের তুলনায় ১২ শতাংশ বেশি। সারা দেশে অনন্য নজির সৃষ্টি করেছে বাংলা। কেন্দ্রের রিপোর্টে বলা হয়েছে, শতাংশের হিসাবে নয়, সংখ্যার নিরিখেও দেশে মহিলা ক্ষুদ্র শিল্প সংস্থার মালিক সব থেকে বেশি বাংলায়। সংখ্যা প্রায় ৩০ লক্ষ।

গুজরাত, উত্তরপ্রদেশ, অসম, বিহার, হরিয়ানা, ছত্তিশগড়ের মতো ডবল ইঞ্জিন রাজ্যগুলির চেয়ে অনেক এগিয়ে বাংলা। শিল্পমন্ত্রী শশী পাঁজার মতে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেওয়া একাধিক কর্মসূচি বাংলার আর্থসামাজিক পরিস্থিতিতে ব্যাপক ইতিবাচক পরিবর্তন ঘটিয়েছে। অন্যতম কারণ হল মহিলাদের ক্ষমতায়ন। মহিলাদের নানান প্রশিক্ষণ এবং আর্থিক সহায়তা প্রদান করে স্বনির্ভর করে তোলা মুখ্যমন্ত্রীর প্রধান লক্ষ্য ছিল। তার জেরে এই সাফল্য।

ক্ষুদ্রশিল্প মন্ত্রী চন্দ্রনাথ সিনহার মতে, লাগাতার লেগে থেকে মুখ্যমন্ত্রী একের পর এক পদক্ষেপ করায় আজ মহিলারা স্বনির্ভর হয়েছেন। সংখ্যা আরও বাড়বে। ক্ষুদ্র শিল্পের সঙ্গে জড়িতদের স্বীকৃতি দেওয়ার লক্ষ্যে উদ্যম পোর্টাল চালু করেছে কেন্দ্র। পোর্টালে রেজিস্ট্রেশন হওয়া ক্ষুদ্র শিল্পের সংস্থার সংখ্যার উপর ভিত্তি করে কেন্দ্র এই রিপোর্ট তৈরি করেছে। গোটা দেশে ২ কোটি ২০ লক্ষ ক্ষুদ্র শিল্পের মালিক হলেন মহিলারা। সর্বাধিক মহিলা মালিক রয়েছেন বাংলায়। প্রসঙ্গত, হস্তশিল্প ক্ষেত্রে প্রায় ৫৮.৫ শতাংশ তাঁতি। সেখানেও যুক্ত মহিলারা। রাজ্যের ১০ হাজার শিল্পীকে নিয়ে চালু হওয়া ‘প্রজেক্ট মসলিন’ প্রকল্পে ৪০ শতাংশ মহিলা যুক্ত রয়েছেন।

TwitterFacebookWhatsAppEmailShare

#Entrepreneurs, #bengal economy, #Women, #Economy

আরো দেখুন