বাংলায় আট দফা আর দেশে এক দফা! ‘এক দেশ, এক নির্বাচন’ ইস্যুতে কেন্দ্রকে তোপ অভিষেকের

এদিন অভিষেক মোদী সরকারের বিরুদ্ধে অভিযোগ করে বলেন যে, ভোটপ্রক্রিয়ায় বদল এনে সংবিধান বদলে দিতে চাইছে গেরুয়া শিবির।

December 16, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ‘এক দেশ, এক নির্বাচন’ সংক্রান্ত বিল নিয়ে কেন্দ্রকে তোপ দাগলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, যারা বাংলায় আট দফায় ভোট করায়, তাঁরা নাকি দেশে এক দফায় নির্বাচন করাবে, ব্যাপারটাই হাস্যকর। এদিন অভিষেক মোদী সরকারের বিরুদ্ধে অভিযোগ করে বলেন যে, ভোটপ্রক্রিয়ায় বদল এনে সংবিধান বদলে দিতে চাইছে গেরুয়া শিবির।

সোমবার সাংবাদিকদের প্রশ্নের জবাব অভিষেক বলেন, “দেশের ১৪০ কোটি মানুষের অধিকার কেড়ে নিয়ে, তাদের বিভ্রান্ত করছে কেন্দ্রের সরকার! যারা বাংলায় আট দফায় নির্বাচন করায়, তারা দেশে এক এক দফায় নির্বাচন করবে! এটা হাস্যকর!”

তিনি আরও বলেন যে, “২ বছর অন্তর অন্তর যদি মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে থাকে তবে কেন্দ্র সরকার চাপে থাকে। মানুষের অধিকার কেড়ে নেওয়া, সংবিধান বদলে দেওয়ার প্রচেষ্টা এটা। আমরা আগেই বলেছিলাম। দেশবাসীর ৫ বছরে ছবার ভোট দেওয়ার অধিকার কেড়ে একবার ভোট দিতে বলছে। এটা হয় নাকি?”

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের দাবি, ১৪০ কোটি মানুষের ক্ষমতা, অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করছে বিজেপি সরকার। ক্ষমতা কুক্ষিগত করার চেষ্টা করছে। তিনি মনে করেন এক দেশ, এক ভোট চালু হলে কেন্দ্রীয় সরকারের বিশ্বাসযোগ্যতা চলে যাবে। তবে তৃণমূল সাংসদের স্পষ্ট বার্তা, “যতদিন আমরা (তৃণমূল সাংসদ) ততদিন এই অধিকার কেউ কেড়ে নিতে পারবে না। আমরা কেড়ে নিতে দেব না।”

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার এক দেশ, এক নির্বাচন কেন্দ্রীয় মন্ত্রীসভায় সায় দেয়। প্রথম থেকেই এর বিরোধিতা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। X হ্যান্ডেলে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছিলেন, “বিরোধী দলের নেতা এবং বিশেষজ্ঞদের আপত্তি উড়িয়ে স্বৈরাচারী পদক্ষেপ কেন্দ্রীয় মন্ত্রিসভার। এক দেশ, এক নির্বাচন শুধু অসাংবিধানিক নয়, যুক্তরাষ্ট্রীয় কাঠামোর পরিপন্থী। বিবেচিত সংস্কার নয়। এটি স্বৈরাচারী পদক্ষেপ। এই পদক্ষেপ সাংবিধানিক কাঠামোর পরিপন্থী। আমাদের সাংসদরা এক দেশ, এক নির্বাচনে জোরালো প্রতিবাদ করেছেন। বাংলা কখনও একনায়কতন্ত্রী সিদ্ধান্তের কাছে মাথানত করবে না। এটি ভারতের গণতন্ত্রকে স্বৈরতন্ত্র থেকে রক্ষা করার লড়াই।” আজ সেই সুরেই সুর মেলালেন অভিষেক। এছাড়াও সংসদে তার তীব্র বিরোধিতা করেছে তৃণমূলসহ বিরোধীরা।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen