শীঘ্রই আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হতে চলেছে কালীঘাটের বহু প্রতীক্ষিত স্কাইওয়াকের
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমোদন পেলেই আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে কালীঘাটের বহু প্রতীক্ষিত স্কাইওয়াকের। স্কাইওয়াক তৈরির সময় সরিয়ে দেওয়া হকারদের পুনর্বাসনের কাজ চলছে। স্কাইওয়াকের পাশে শ্যামাপ্রসাদ মুখার্জি রোডের ধারে ইতিমধ্যেই তৈরি হয়েছে নতুন বাতানুকূল হকার্স কর্নার। এই অত্যাধুনিক এই ভবনে রয়েছে হকারদের জন্য তৈরি ১৭৬টি দোকান।
প্রসঙ্গত, স্কাইওয়াক নির্মাণের জন্য কালীঘাট চত্বরের হকারদের সরিয়ে হাজরার যতীন দাস পার্কে পাঠানো হয়েছিল। জানা যাচ্ছে, নতুন কর্নারে তাঁদের স্থানান্তরের পর, যতীন দাস পার্কের অস্থায়ী দোকানগুলি ভেঙে ফেলা হবে এবংপার্কটি আবার আগের মতো করে সাজিয়ে তোলা হবে। আশা করা যাচ্ছে, আগামী বছর শারদোৎসবের আগেই যতীন দাস পার্ক তার পুরনো চেহারায় ফিরে আসবে।
কালীঘাট স্কাইওয়াকের নির্মাণ শুরু হয়েছিল ২০২১ সালের অক্টোবর মাসে । মনে করা হচ্ছে, জানুয়ারির শুরুতেই হকাররা নতুন কর্নারে চলে গেলে পুরো এলাকা সাজানো হয়ে যাবে। নতুন বছরের দক্ষিণ কলকাতার এই স্কাইওয়াক শহরবাসীর জন্য বিশেষ উপহার হতে চলেছে।