দেশ বিভাগে ফিরে যান

ট্রেনে আপনার ওয়েটিং টিকিট কনফার্ম হবে? জানতে যা করবেন

December 17, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আপনিও যদি ভারতীয় রেলে ভ্রমণ করেন, তাহলে এই খবরটি আপনার জন্য খুবই কাজের হতে চলেছে। যদি আপনার টিকিট ওয়েটিং এ থাকে তাহলে আপনি সহজেই জানতে পারবেন আপনার ওয়েটিং টিকিট কনফার্ম হওয়ার কত সম্ভাবনা আছে, তা IRCTC ওয়েবসাইট থেকে জানা যাবে। আসুন জেনে নেওয়া যাক ধাপে ধাপে প্রক্রিয়াটি।

রেলওয়ের দ্বারা প্রকাশিত তথ্য অনুযায়ী, ওয়েটিং টিকিট দুটি উপায়ে নিশ্চিত করা হয়, প্রথমটি সাধারণ পদ্ধতির মাধ্যমে এবং দ্বিতীয়টি রেলওয়ের জরুরি কোটার মাধ্যমে। গড়ে, ২১ শতাংশ মানুষ ট্রেনে রিজার্ভেশন করার পরে তাদের টিকিট বাতিল করে। এইভাবে, নিশ্চিত হওয়ার সম্ভাবনা ২১ শতাংশ। এর মানে হল একটি স্লিপার কোচের ৭১টি আসনের মধ্যে গড়ে ১৪টি আসন নিশ্চিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

এছাড়া প্রায় ৪ থেকে ৫ শতাংশ মানুষ টিকিট কেটেও ট্রেনে যাতায়াত করেন না। যদি এটিও যোগ করা হয়, তবে প্রায় ২৫ শতাংশ অর্থাৎ একটি কোচে ১৪ টি আসন নিশ্চিত করা যেতে পারে। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, যেকোনও ট্রেনে ১০ টি স্লিপার কোচ থাকে। ১০ টি কোচে ১৮ টি আসন নিশ্চিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এভাবে ওয়েটিং ১৮০ নিশ্চিত করা যাবে। একই সূত্র তৃতীয়, দ্বিতীয় এবং প্রথম ক্ষেত্রেও প্রযোজ্য।

রেলপথ মন্ত্রণালয়ের জরুরি কোটা রয়েছে। এর আওতায় ১০ শতাংশ আসন সংরক্ষিত রয়েছে। এভাবে স্লিপার, থার্ড এসি, সেকেন্ড এসি এবং ফার্স্ট এসির আলাদা আলাদা নম্বর থাকে। তবে ৫% অপেক্ষমাণ তালিকা নিশ্চিত হওয়ার সম্ভাবনা আরও বৃদ্ধি পাবে। অঙ্ক কষে দেখে নিন আপনার টিকিটের নম্বর নিশ্চিত হতে পারে কিনা।

TwitterFacebookWhatsAppEmailShare

#Train Tickets, #waiting list

আরো দেখুন