← রাজ্য বিভাগে ফিরে যান
Weather Update: রাজ্যে কেমন থাকবে আজ ঠান্ডা? কোন জেলায় থাকবে কুয়াশা?
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আজ রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা ২৬ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি থাকবে।
আবহাওয়া দপ্তর জানিয়েছে, দক্ষিণবঙ্গের সব জেলায় আগামী কিছুদিন শুষ্ক আবহাওয়া থাকবে।
উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পং এলাকায় শনিবার এবং রবিবার সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিছু এলাকায় সকালের দিকে হালকা কুয়াশা থাকতে পারে, তবে কোথাও ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়নি বলে জানাল আবহাওয়া দপ্তর।