রাজ্য বিভাগে ফিরে যান

আজ ভার্চুয়ালি শ্রীরামপুর হেরিটেজ উৎসবের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী

December 19, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আজ ১৯ ডিসেম্বর ভার্চুয়ালি শ্রীরামপুর হেরিটেজ উৎসবের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। শ্রীরামপুরের ঐতিহ্যবাহী সেন্ট ওলাভ চার্চ প্রাঙ্গণে বৃহস্পতিবারের উদ্বোধনী অনুষ্ঠানকে বর্ণাঢ্য করে তোলার যাবতীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। এমনটাই জানিয়েছেন উদ্যোক্তারা। তাৎপর্যপূর্ণভাবে ১৯ ডিসেম্বর উদ্বোধনী অনুষ্ঠান ছাড়া আর কোনও কর্মসূচি রাখা হচ্ছে না। হেরিটেজ উৎসব শুরু হবে ২১ ডিসেম্বর থেকে। চলবে ২ জানুয়ারি পর্যন্ত।

খাদ্য উৎসব থেকে ইতিহাসের সরণি ঘুরে দেখার আয়োজন যেমন রাখা হচ্ছে, তেমনই থাকছে জলভ্রমণের সুযোগ থেকে কাওয়ালি এবং ধ্রুপদী সঙ্গীতের আসর। ইতিমধ্যেই শহর সাজিয়ে তোলার পাশাপাশি প্রস্তুতিও চূড়ান্ত করে ফেলেছে শ্রীরামপুর পুরসভা। রসভার উদ্যোগে প্রথমবারের হেরিটেজ উৎসবকে কেন্দ্র করে কোনও ত্রুটি রাখতে চাইছেন না কর্মকর্তারা।

TwitterFacebookWhatsAppEmailShare

#Mamata Banerjee, #Heritage, #christmas, #srirampore

আরো দেখুন