ক্রিসমাসের ছুটি বাতিল নিয়ে কেন্দ্রীয় সরকারকে বিঁধলেন মমতা

অম্বেডকরকে নিয়ে যে মন্তব্য করা হয়েছে, তাতে তিনি স্তম্ভিত! শুধু তা-ই নয়, বড়দিনের ছুটি বাতিল নিয়েও কেন্দ্রীয় সরকারকে বিঁধেছেন মুখ্যমন্ত্রী।

December 19, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বড়দিন মানেই পার্কস্ট্রিট। আলোর রোশনাইয়ে সেজে ওঠে শহরের এই অন্যতম জায়গা। এই আবহে বৃহস্পতিবার বিকেলে অ্যালেন পার্কে উৎসবের সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতার সংস্কৃতি, সম্প্রীতির কথা মনে করিয়ে দিয়ে তাঁর কথায় উঠে এল আম্বেদকর প্রসঙ্গ।

বড়দিনের উৎসব উদ্বোধনের মঞ্চ থেকে তিনি জানান, অম্বেডকরকে নিয়ে যে মন্তব্য করা হয়েছে, তাতে তিনি স্তম্ভিত! শুধু তা-ই নয়, বড়দিনের ছুটি বাতিল নিয়েও কেন্দ্রীয় সরকারকে বিঁধেছেন মুখ্যমন্ত্রী।

বিজেপিকে বিঁধে তিনি বলেন, “কলকাতা হল কালচারাল ক্যাপিটাল অফ ইন্ডিয়া। কলকাতা সম্প্রীতিরও। আম্বেদকরকে যেভাবে অপমান করা হয়েছে, তাতে আমি স্তম্ভিত। ক্রিসমাস মানে আনন্দ। ক্রিসমাস মানে শান্তি। ক্রিসমাস মানে একতা। ২৫ ডিসেম্বরের ক্রিসমাসের ছুটি কেন্দ্রীয় সরকার বাতিল করে দিয়েছিল। আমাদের রাজ্য তা করে না। করবে না।”

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen