← বিনোদন বিভাগে ফিরে যান
টিকিট বিক্রি নয়, প্রথম বাংলা সিনেমা হিসেবে কী রেকর্ড গড়ল খাদান?
ঋতম প্রামাণিক
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আগামীকাল মুক্তি পেতে চলেছে দেব-যীশু অভিনীত ছবি খাদান। কমার্শিয়াল সিনেমায় ফিরছেন সুপারস্টার দেব। মুক্তির আগেই কিন্তু একটি রেকর্ড গড়ে ফেলল টিম খাদান।
গতকাল দেব জানিয়ে ছিলেন হল পেতে সমস্যা হচ্ছিল। কিন্তু সেই সমস্যার সমাধান হতেই রাত থেকে বুকিংয়ের ঝড় ওঠে। খাদান সিনেমার এই উৎসাহ থেকে প্রথমবার রাত ২ টোতে ফার্স্ট ডে ফার্স্ট শো দিল রানীগঞ্জের SVF হলের কর্তৃপক্ষ। এই ঘটনা জানার পর সিনেমা মহলে রীতিমতো হইচই পড়ে গেছে। বাংলা সিনেমার দিকপাল পরিচালক, প্রযোজকরা শুভেচ্ছা জানিয়েছেন টিম খাদানকে।
দেখে নিন শুভেচ্ছা বার্তাগুলি: