কলকাতা বিভাগে ফিরে যান

মধ্য কলকাতার শর্ট স্ট্রিটের নামকরণ সেন্ট জেভিয়ারের নামে, ঘোষণা মুখ্যমন্ত্রীর

December 20, 2024 | < 1 min read

মমতা বন্দ্যোপাধ্যায়। — ফাইল চিত্র।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বড়দিনের আগে সেন্ট ফ্রান্সিস জেভিয়ারের প্রতি শ্রদ্ধা জানাতে শর্ট স্ট্রিটকে সেন্ট ফ্রান্সিস জেভিয়ার সরণি নামকরণ করার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার।

মধ্য কলকাতার পার্ক স্ট্রিট এলাকার ‘শর্ট স্ট্রিট’- সেন্ট জ়েভিয়ার্স কলেজের পাশেই। বৃহস্পতিবার এই রাস্তার নাম পরিবর্তনের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ষোড়শ শতকের ক্যাথলিক ধর্মযাজকের নামে এই রাস্তা নাম হচ্ছে ‘সেন্ট ফ্রান্সিস জ়েভিয়ার সরণি’। মুখ্যমন্ত্রী বৃহস্পতিবার সেন্ট জ়েভিয়ার্স কলেজের বড়দিনের আগের অনুষ্ঠানে এই ঘোষণা করেছেন । তার পরেই কলকাতা পুরসভাকে ওই রাস্তায় নতুন নাম লিখে বোর্ড বসানোর নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#ST FRANCIS XAVIER sarani, #Short Street, #Mamata Banerjee

আরো দেখুন