← বিনোদন বিভাগে ফিরে যান
জল্পনা অবসান! অভিষেক-ঐশ্বর্যর দূরত্ব কমছে?
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: সমস্ত জল্পনা, চর্চার অবসান। বিয়ে বাড়ির পর আবারও একসঙ্গে দেখা মিলল অ্যাশ এবং জুনিয়র বচ্চনের। বরের হাত ধরে মেয়ের স্কুলের অনুষ্ঠানে এসেছিলেন রাই সুন্দরী। আরাধ্যার স্কুলের সেই অনুষ্ঠানে অভিষেক এবং ঐশ্বর্যর সঙ্গে হাজির ছিলেন অমিতাভ বচ্চনও।
ধীরুভাই আম্বানি স্কুলে পড়ে অভিষেক এবং ঐশ্বর্যর মেয়ে আরাধ্যা। বৃহস্পতিবার সেই স্কুলের বার্ষিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিষেক-ঐশ্বর্য। রং মিলিয়ে পোশাক পরেছিলেন দম্পতি। শুক্রবার দ্বিতীয় দিনেও মেয়ের স্কুলের অনুষ্ঠানে আসেন ঐশ্বর্য-অভিষেক। অন্যদিকে ছেলে আব্রামের সঙ্গে এসেছিলেন কিং খানও। অভিষেক, শাহরুখের নাচও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।