ISL: ঘরের মাঠে জ্বলল মশাল, ইস্পাত নগরীকে ১-০ গোলে হারিয়ে জয় ইস্টবেঙ্গলের

দিমিত্রিয়স দিয়ামান্তাকোসের গোলে জামশেদপুরের বিরুদ্ধে ৬০ মিনিটে ১-০ গোলে এগিয়ে যায় ইস্টবেঙ্গল এফসি।

December 21, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi
জয় ছিনিয়ে নিল ইস্টবেঙ্গল, ছবি: ফেসবুক

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: চলতি বছরের ঘরের মাঠে শেষ ম্যাচে জয় ছিনিয়ে নিল ইস্টবেঙ্গল। শনিবার গোলশূণ্য থাকে ম্যাচের প্রথমার্ধ। গোলের একটা সহজ সুযোগ থাকলেও কাজে লাগাতে পারেনি নন্দকুমার শেখর। শেষ পর্যন্ত জামশেদপুরকে ১-০ গোলে হারিয়ে দিল লাল-হলুদ শিবির। এই নিয়ে ১২ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে এখন লিগ টেবিলে এক ধাপ উঠে ১০ নম্বরে চলে এল ইস্টবেঙ্গল।

দ্বিতীয়ার্ধে সেই ফাঁড়া কেটেছিল। দিমিত্রিয়স দিয়ামান্তাকোসের গোলে জামশেদপুরের বিরুদ্ধে ৬০ মিনিটে ১-০ গোলে এগিয়ে যায় ইস্টবেঙ্গল এফসি। এই গোলের ৫ মিনিট পরই দিয়ামান্তাকোসকে তুলে নেন ইস্টবেঙ্গলের কোচ অস্কার ব্রুজোঁ। তাঁর বদলে মাঠে নামান ডেভিড হামারকে।

ম্যাচের ১২ মিনিটে মহম্মদ রাকিপ মাথায় চোট পেয়ে উঠে যাওয়ার পরে আনোয়ার আলিকে মাঠে নামিয়েছিল ইস্টবেঙ্গলের কোচ। ফলে তাঁর পা থেকেই প্রচুর আক্রমণ এসেছিল। আজকের ম্যাচে ভাগ্য ভালো থাকলে সাত মিনিটেই গোল দিয়ে দিতে পারতেন তিনি। যাই হোক শেষ পর্যন্ত ১ গোলেই ঘরের মাঠে জ্বলে উঠেছিল মশাল। দশ নম্বরে উঠে এল লাল-হলুদ শিবির।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen