মৃতদেহের সঙ্গে সঙ্গম মারাত্মক অপরাধ হলেও আইনত ধর্ষণ নয়, পর্যবেক্ষণ ছত্তীসগড় হাইকোর্টের
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: নাবালিকার অপহরণ, ধর্ষণ ও খুনের মামলার শুনানি চলছিল ছত্তীসগড় হাইকোর্টে। শুনানিতে আদালতের পর্যবেক্ষণে বলা হল, মৃতদেহের সঙ্গে সঙ্গমকে আইনত ধর্ষণ বলা যায় না। তা মারাত্মক অপরাধ। বিচারপতির বেঞ্চ জানিয়েছে, একে পকসো আইনের আওতাতে আনা যাবে না।
নাবালিকার অপহরণ, ধর্ষণ ও খুনের মামলায় দুই অভিযুক্তকে দোষী সাব্যস্ত করা হয়েছে। নির্দেশনামায় ছত্তীসগড় হাইকোর্টের বিচারপতি রমেশ সিনহা এবং বিভু দত্ত গুরুর বেঞ্চ জানিয়েছে, মৃতদেহের ধর্ষণের ঘটনা ভয়ঙ্কর অপরাধ। তবে পকসো আইনের ধারায় এই অপরাধের জন্য কাউকে দোষী সাব্যস্ত করা যায় না। আইন অনুযায়ী, নির্যাতিতাকে জীবিত থাকতে হবে।
এই মামলা প্রথমে নিম্ন আদালতে চলছিল। দুই অভিযুক্ত নীতিন যাদব এবং নীলকান্ত নাগেশকে দোষী সাব্যস্ত করা হয়। মূল অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিল আদালত। নির্যাতিতার মৃত্যুর পর তাকে ধর্ষণের অভিযোগ উঠেছিল দ্বিতীয় অভিযুক্তের বিরুদ্ধে। সেই অভিযোগ খারিজ করে নিম্ন আদালত তাকে তথ্যপ্রমাণ লোপাটের অভিযোগ-সহ বেশ কিছু ধারায় সাত বছরের কারাদণ্ড দেয়।
নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল অভিযুক্তরা। নিম্ন আদালতের নির্দেশকেই বহাল রেখেছে হাইকোর্ট।