অরণ্যপ্রেমীদের জন্য সুখবর, এবার থেকে জঙ্গলের আরও গভীরে মিলবে সফরের সুযোগ
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: গরুমারা জাতীয় উদ্যান এবার আরও আকর্ষণীয় হয়ে উঠতে চলেছে অরণ্যপ্রেমীদের জন্য। এবার থেকে জঙ্গলের আরও গভীরে যাওয়া যাবে। গহীন বনাঞ্চল উপভোগের সুযোগ মিলবে। একশৃঙ্গ গণ্ডারের বাসভূমিকে আরও কাছ থেকে দেখার সুযোগ পাবেন পর্যটকেরা।
গরুমারার জঙ্গলে এতদিন পর্যটকরা যাত্রাপ্রসাদ ওয়াচ টাওয়ার পর্যন্ত গিয়ে হাতি, গণ্ডার, বাইসন দর্শনের সুযোগ পেতেন। জঙ্গলের ভিতর ১৭ কিলোমিটার যাত্রাপথ ছিল পর্যটকদের। এবার সেই পথকে আরও চার কিলোমিটার দীর্ঘ করে, জঙ্গলের আরও গভীরে গণ্ডারদের বাসভূমি পর্যন্ত পর্যটকদের ঘুরিয়ে আনার পরিকল্পনা নিয়েছে গরুমারা বন্যপ্রাণী বিভাগ। যাত্রাপ্রসাদ থেকে মেদলা ওয়াচ টাওয়ার পর্যন্ত আরও চার কিলোমিটার জঙ্গলের ভিতরে জিপসি গাড়িতে করে পর্যটকদের নিয়ে যাওয়া হবে। বনাধিকারিকেরা বলছেন, নয়া বছরের উপহার হিসাবে চার কিলোমিটার জঙ্গল পথ পর্যটকদের জন্য খুলে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে।
চারপামারির জঙ্গল ভ্রমণকে যাতে আরও আকর্ষণীয় করে তোলারও পরিকল্পনা চলছে। ২০১০ সালে দেশের সেরা জাতীয় উদ্যানের শিরোপা পায় গরুমারা জাতীয় উদ্যান। দেশের বিভিন্ন প্রান্ত, এমনকি বিদেশ থেকেও পর্যটকরা আসেন উদ্যানে। এবার গরুমারার পর্যটন প্রসারে আরও নজর দিতে চলেছে গরুমারা বন্যপ্রাণী বিভাগ।