রাজ্য বিভাগে ফিরে যান

মালদহের মুকুটে নয়া পালক, নতুন বছরে পর্যটকদের জন্য উন্মুক্ত হবে সুলতানি হামাম

December 22, 2024 | < 1 min read

মালদহের মুকুটে নয়া পালক, নতুন বছরে পর্যটকদের জন্য উন্মুক্ত হবে সুলতানি হামাম

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: মালদহের পর্যটন মানচিত্রে নতুন পালক জুড়তে চলেছে। মালদহের ঐতিহাসিক স্মৃতিসৌধগুলির সঙ্গে এবার সুলতানি হামামও যুক্ত হতে চলেছে। জঞ্জাল সাফাই করে সৌধ সংস্কারের কাজ শুরু করে দিয়েছে মালদহ জেলা প্রশাসন। জেলাশাসক নীতিন সিংহানিয়া জানিয়েছেন, নতুন বছরেই পর্যটকদের জন্য সুলতানি হামামের দুয়ার খুলে দেওয়া হয়েছে।

জেলাশাসক নীতিন সিংহানিয়া আদিনা পান্ডুয়ার পর্যটন কেন্দ্রগুলি ঘুরে দেখেন। জঙ্গলে ঢাকা সুলতানি আমলের ঐতিহাসিক সৌধকে ফের পর্যটকদের সামনে আনার দাবি জানিয়েছিলেন তিনি। আদিনা ডিয়ার পার্কে কাছেই রয়েছে সুলতানের বিবি এবং বাঁদিদের স্নানাগার। এখানে যাওয়ার জন্য ছিল এক ফালি রাস্তা। এহেন প্রত্নতাত্ত্বিক নিদর্শনের কথা সিংহভাগ পর্যটকেরা জানেনই না। সেই সৌধকে পর্যটকদের সামনে আনার উদ্যোগ নিল জেলা প্রশাসন। জোর কদমে চলছে কাজ। জঙ্গল সাফ করে সৌধটি সংস্কার করার পাশপাশি চারপাশে লোহার পাইপের খাঁচা লাগানো হচ্ছে। দুই ফুটের রাস্তা চওড়া করে করা হয়েছে প্রায় ২০ ফুট।

জেলা প্রশাসন সূত্রে খবর, মালদহ জেলার পর্যটন কেন্দ্রগুলিকে আরও আকর্ষণীয় করে তোলার জন্য একাধিক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। পর্যটকদের জন্য নতুন বছরের উপহার সুলতানি আমলের হামাম। প্রায় দেড় থেকে দুই কোটি টাকা খরচ হতে পারে সৌধ সংস্কারে। সংস্কারের কাজ বেশ কিছুটা সময় লাগতে পারে। তবে নতুন বছরে তা পর্যটকদের জন্য খুলে দেওয়ার বিষয়ে আশাবাদী জেলা প্রশাসন।

TwitterFacebookWhatsAppEmailShare

#Tourist Destination, #malda, #tourists

আরো দেখুন