হ্যালো বললেই গ্যালো! সাবধান থাকুন নয়া প্রতারণার ফাঁদ থেকে
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বেজে উঠল ফোন, বলা হল, দু-ঘণ্টার মধ্যে সমস্ত অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হচ্ছে! কারণ জানানো হচ্ছে, শ্রোতার ক্রেডিট কার্ডে জালিয়াতির লেনদেন হয়েছে। তাই বন্ধ করা হবে। বিস্তারিত জানতে ৯ প্রেস করতে বলা হচ্ছে। বিচলিত আর কী করবেন, বুঝে ওঠার আগেই প্রেস করে দিচ্ছেন, তাতেই প্রতারকদের কেল্লাফতে। প্রতারণার নয়া ফাঁদ পেতেছে সাইবার জালিয়াতরা। ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাওয়ার কথায় ঘাবড়ে যাচ্ছেন বহু লোক। ফাঁদে পা দিলেই ফোন হ্যাক হচ্ছে, পাশাপাশি ফাঁকা হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট। সচেতন ও সতর্ক থাকার পরামশ দিচ্ছেন সাইবার বিশেষজ্ঞরা।
জানা গিয়েছে, প্রতারকরা কম্পিউটারাইজড কল করছে। প্রথমে ইংরেজিতে বলা হচ্ছে। তারপর হিন্দিতে। রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের নাম করে ফোন করা হচ্ছে। ২ ঘণ্টার সময়সীমা বেঁধে দেওয়ায় অনেকেই দিশেহারা হয়ে পড়ছেন। গ্রাহকেরা ভাবছেন, সংশ্লিষ্ট রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের কাস্টমার কেয়ার থেকে ফোন করা হয়েছে। বিস্তারিত জানার জন্য যখনই ৯ ডায়াল করছেন, তৎক্ষণাৎ ফোন হ্যাক হয়ে যাচ্ছে। আরও কয়েকটি ধাপ বলা হচ্ছে। প্রতারকদের কথা শুনে কাজ করলে ফাঁকা হয়ে যাচ্ছে অ্যাকাউন্ট। ফোন হ্যাক হলেই প্রতারকদের হাতে চলে যাচ্ছে ফোনের নিয়ন্ত্রণ। ফোনে থাকা সমস্ত তথ্য, গ্যালারি, ছবি-ভিডিও, ব্যাঙ্ক ডিটেইলস, সোশ্যাল মিডিয়া, চলে যাচ্ছে জালিয়াতদের দখলে। আর্থিক প্রতারণা থেকে ব্ল্যাকমেইল, নানা অপরাধমূলক কাজকর্মের সুযোগ পাচ্ছে প্রতারকরা। হ্যাক হয়ে যাওয়া ফোনের কন্ট্যাক্ট লিস্টে থাকা প্রত্যেকের প্রতারণার শিকার হওয়ার আশঙ্কা বেড়ে যাচ্ছে।
সাইবার বিশেষজ্ঞ ও পুলিশের দাবি, এ ধরনের ফোন এলে তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেওয়া চলবে না। কোনও নম্বর ডায়াল করা উচিৎ নয়। সংশ্লিষ্ট ব্যাঙ্কে গিয়ে কথা বলা যেতে পারে। অসতর্ক হলে সাইবার প্রতারকদের পাতা ফাঁদে পা ফেলতে হবে। ফাঁকা হয়ে যেতে পারে দীর্ঘদিনের সঞ্চয়।